Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনামুলের ৫০০ উইকেটের কীর্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২১, ১২:০৫ এএম

মাইলফলকের দ্বারপ্রান্তে ছিলেন এনামুল হক জুনিয়র। প্রথম শ্রেণিতে ৫০০ উইকেট স্পর্শ করতে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের অপেক্ষা ছিল মাত্র ১ উইকেটের। তিনি সেই কীর্তি পেরিয়ে যাওয়ার স্বাদ নিলেও রংপুর বিভাগের কাছে হেরেছে তার দল সিলেট বিভাগ। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এনামুলের স্মরণীয় দিনে স্পিন ভেল্কি দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের দ্বিতীয় বোলার হিসেবে প্রথম শ্রেণিতে ৫০০ উইকেট শিকারের নজির গড়েছেন এনামুল। ১৩৬ ম্যাচে ৩০.২৬ গড়ে তার উইকেটসংখ্যা এখন ৫০১টি। তিনি ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩৪ বার, ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ছয়বার। ৩৪ বছর বয়সী এনামুলের ওপরে আছেন কেবল সাবেক তারকা আব্দুর রাজ্জাক। তিনি ১৩৭ ম্যাচে শিকার করেছেন ৬৩৪ উইকেট।
এনামুলের কীর্তির দিনে প্রথম স্তরের ম্যাচে ৬ উইকেটে হেরেছে সিলেট। আগের দিনের ৭ উইকেটে ২৫৮ রান নিয়ে নেমে চতুর্থ ও শেষদিনে দ্বিতীয় ইনিংসে তারা অলআউট হয় ২৯২ রানে। এতে রংপুর পায় ১৪০ রানের লক্ষ্য। ৪ উইকেট খুইয়ে তা ছুঁয়ে ফেলে তারা। লক্ষ্য তাড়ায় নেমে সপ্তম ওভারে প্রথম উইকেট হারায় রংপুর। ওপেনার জাহিদ জাভেদ উইকেটরক্ষক জাকের আলীকে ক্যাচ দিয়ে ফেরেন। এটি এনামুলের ৫০০তম উইকেট। পরে প্রতিপক্ষের অধিনায়ক আকবর আলীকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। তবে নাঈম ইসলাম রংপুরকে জিতিয়ে অপরাজিত থাকেন ৮০ বলে ৫০ রানে।
প্রথম স্তরের আরেক ম্যাচে ঢাকা বিভাগকে ইনিংস ও ২৭ রানে হারিয়েছে খুলনা বিভাগ। ১ উইকেটে ৪৬ রান নিয়ে নামা ঢাকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৬১ রানে। জাতীয় দলের অফ স্পিনার মিরাজ ৬ উইকেট নেন ৪১ রানে। দ্বিতীয় স্তরে চট্টগ্রাম বিভাগ-ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ-রাজশাহী বিভাগের ম্যাচ দুটি হয়েছে ড্র। কক্সবাজার একডেমি মাঠে শেষদিনে ৬ উইকেট শিকার করেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল। তার খরচা ৯৫ রান। প্রথম ইনিংসে তিনি নিয়েছিলেন ৪ উইকেট। সামনেই পাকিস্তান সিরিজ। তার আগে টেস্ট দলের দুই স্পিনারের ফর্মে ফেরা, বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তিরই বটে। আগের দিনের ২ উইকেটে ৮২ রান নিয়ে নামা বরিশাল দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানে থামে তাইজুলের নৈপুণ্যে। তাদের চার ব্যাটার- ফজলে মাহমুদ, সালমান হোসেন, অধিনায়ক মোসাদ্দেক হোসেন ও মইন খান করেন ফিফটি। রাজশাহী পায় ২৫৯ রানের লক্ষ্য। তারা দুই ওভারে বিনা উইকেটে ২ রান তোলার পর ড্র মেনে নেয় দুই দল।
তিন রাউন্ড শেষে জাতীয় লিগের (এনসিএল) প্রথম স্তরের শীর্ষে আছে রংপুর। এক জয় ও দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১৫.৮৯। খুলনা ১৩.৭৫ নিয়ে দুইয়ে ও ঢাকা ১৩.৬৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। তলানিতে থাকা সিলেটের অর্জন ১২ পয়েন্ট। দ্বিতীয় স্তরের পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে বরিশাল। পরের তিনটি স্থানে রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও রাজশাহী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনামুল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ