Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ফিরেছেন মামুনুল, এমিলি ও এনামুল

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে ভুটানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন বাংলাদেশের বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। তিনি ভুটানগামী দলে ফিরিয়ে এনেছেন তিন সিনিয়র খেলোয়াড় সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি ও এনামুল হককে। তবে সেইন্টফিট দলে জায়গা দেননি নিষেধাজ্ঞা কাটিয়ে প্রাথমিক স্কোয়াডে ফেরা ডিফেন্ডার ইয়াসিন খানকে। ইনজুরির কারণে ছিটকে পড়েন ইয়াসিন। ফরোয়ার্ড ইব্রাহিমেরও জায়গা হয়নি চূড়ান্ত  স্কোয়াডে।
ডিফেন্ডার ইয়াসিনের বাদ পড়াকে দুর্ভাগ্য মনে করছেন কোচ সেইন্টফিট। দল ঘোষণার সময় তিনি বলেন ‘ইয়াসিন ভালোমানের ফুটবলার। কিন্তু সে আমার ক্যাম্পে ছিলো না। আমার ট্যাকটিস ও স্টাইলের সঙ্গেও সে পরিচিত নয়। তাই ইয়াসিনকে দলে নিতে পারিনি।’ মালদ্বীপ ও ভুটানের ম্যাচে খেলেননি মামুনুল। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে দলে নেয়া সম্পর্কে কোচ বলেন, ‘ইয়াসিন এবং মামুনুলের বিষয় দু’টি ভিন্ন। মামুনুল আমার ক্যাম্পে ছিল দু’বারই। কিন্তু ইনজুরির জন্য সে খেলতে পারেনি। তবে তার ফর্ম ফিরে পাওয়ায় এবারের দলে রয়েছে সে।’
সেইন্টফিট জানান, আক্রমণাত্মক ফুটবল খেলে ভুটানের বিপক্ষে জয় ছিনিয়ে আনার লক্ষ্য নিয়েই শুক্রবার সকালে থিম্পু যাচ্ছে বাংলাদেশ দল। অ্যাওয়ে ম্যাচে টোটাল টিমওয়ার্কেই দলকে খেলাতে চান তিনি। তাই মাঝমাঠে নেই কোনও ডিফেন্সিভ মিডফিল্ডার। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সমন্বয়ে একটি ছকে মাঝমাঠকে খেলাবেন সেইন্টফিট। যেটাকে তিনি বলছেন, ‘কমপ্যাক্ট’। যেখানে কোনও ফাঁক-ফোকর রাখতে চান না এই বেলজিয়ান। তার কথা, ‘থিম্পুতে স্টেডিয়ামের ১৫ হাজার দর্শক, উচ্চতা, কৃত্রিম টার্ফ, এই সবকিছুই থাকবে ভুটানের পক্ষে। তবে এজন্য হাল ছেড়ে দেয়ার কোনও মানে নেই। আমরা ভুটানে যাচ্ছি ম্যাচ জেতার জন্য। আর এই ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।’
সেইন্টফিট বলেন, ‘আমাদের জন্য এটি একটি বড় পরীক্ষা যেখানে জয় ছাড়া আর অন্য কোনো পথ খোলা নেই। ভুটানে ঠা-া থাকলেও উচ্চতার জন্য দমে ঘাটতি দেখা যেতে পারে। তাই আমাদের লক্ষ্য হবে কোনও রকম শক্তি অপচয় না করা। এছাড়া অযথা না দৌড়ানোর কৌশলেই কাজ করতে হবে খেলোয়াড়দের।’
দল নির্বাচন নিয়ে এই বেলজিয়ান বলেন, ‘প্রাথমিক স্কোয়াডের ৩৬ খেলোয়াড় নিয়ে ক্যাম্প শুরু করলেও চূড়ান্ত দল নির্বাচন করা কঠিন কাজ। এদের মধ্য থেকে ২৩ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে ভুটানের কন্ডিশন, লিগে তাদের পারফরম্যান্স, জাতীয় দলের  হয়ে তাদেও রেকর্ড ও সর্বোপরি কোচের কৌশল বিবেচনা করেই।’ সেইন্টফিট যোগ করেন, ‘আমি যে দল সাজিয়েছি তা  স্পষ্ট যে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলবে। আমি খুশি যে লিগে শাখাওয়াত রনি, জাফর ইকবাল, আব্দুল্লাহ, জুয়েল রানা, হেমন্ত গোল করেছে। আমার কাছে মনে হয়েছে ফরোয়ার্ডদের মান আছে কিন্তু তাদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে।  আর এই দলে এখন আছে এমিলির মতো অভিজ্ঞ নাম। আমি আশা করি বাংলাদেশ আগামী ম্যাচে গোল পাবে। গোল করতে পারলেই আমরা বাছাই পর্ব টপকাতে পারবো।’ জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি মিডফিল্ডার জামাল ভূঁইয়ার। এ প্রসঙ্গে সেইন্টফিট বলেন, ‘জামাল অ্যাটাকিং মিডফিল্ডার। যাকে এই মুহূর্তে আমার প্রয়োজন নেই। তছাড়া লিগে সে এমন কিছু করে দেখাতে পারেনি যে কারণে তাকে আমার ডাকতেই হবে। আর সে হোম ম্যাচেও দলে ছিল না। তাই তাকে হঠাৎ করেই  আমি আমার পরিকল্পনায় রাখিনি।’ প্রায় দশ মাস পর দলে জায়গা পাওয়া এমিলি বলেন, ‘ভুটানের সঙ্গে এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচের উপর আমাদের ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে। ম্যাচে ভালো ফল করতে পারব বলে আশা করি।’ এদিকে দল ঘোষণা করা হলেও অধিনায়ক এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তারা থিম্পু রওয়ানা দেয়ার পুর্ব মুহূর্তে অধিনায়ক নির্বাচন করবে বলে জানানো হয়। আগামী ১০ অক্টোবর থিম্পুতে ভুটানকে ফিরতি ম্যাচে মোকাবেলা করবে বাংলাদেশ। এ লক্ষ্যে দলের ক্যাম্প শুরু হয় ১ অক্টোবর। ৬ সেপ্টেম্বর ঢাকায় প্রথম লেগের ম্যাচটি গোল শূন্য ড্র হয়। ওই ম্যাচে বাংলাদেশ প্রায় ডজনখানেক সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিরেছেন মামুনুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ