বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইলিয়াস নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে ফতুল্লার শিয়াচর তক্কারমাঠস্থ বাচ্চু মিয়ার ভাড়া বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত ইলিয়াস ফরিদপুর জেলার চর ভদ্রাসন থানার রামনগর গ্রামের কাঞ্চন শরীফের পুত্র ও ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকার বাচ্চু মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
নিহত ইলিয়াসের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রাশেদ জানান, নিহত ইলিয়াস মাদকাসক্ত ছিলো। সে দুটি বিয়ে করেছিলো। কোন সংসারই তার টিকেনি। এ নিয়ে সে মানসিক বিপর্যস্ত ছিলো।
গত মঙ্গলবার রাতে সে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।