Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করল তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১১:০৩ এএম

আফগানিস্তানে বিদেশি কোনো মুদ্রার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক অনলাইন পোস্টে জানিয়েছেন।

মঙ্গলবার রাজধানী কাবুলে এক বন্দুক ও বোমা হামলার পরপরই তালেবানের পক্ষ থেকে বিদেশি মুদ্রার বিষয়ে ঘোষণাটি আসে। আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে চালানো ওই হামলা কমপক্ষে ১৯ জন নিহত হন। আহত হয়েছেন অনেকে। আফগান সরকারের নতুন এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির নড়বড়ে অর্থনীতি আরও সংকটের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

অনলাইন পোস্টে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের সবাইকে সব ধরনের লেনদেন আফগানিতে (আফগানিস্তানের মুদ্রা) করতে নির্দেশ দেয়া হচ্ছে। পাশাপাশি বিদেশি মুদ্রা ব্যবহার থেকে বিরত থাকতে বলা হচ্ছে। কেউ এই আদেশের বিপরীতের গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আফগানিস্তানে আফগানির পাশাপাশি মার্কিন ডলারের ব্যাপক চল রয়েছে। দেশটির সীমান্ত এলাকায় বাণিজ্যের জন্য পাকিস্তানসহ প্রতিবেশী নানা দেশের মুদ্রাও ব্যবহার করা হয়।

এদিকে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরও সংকটের মধ্যে পড়ছে। তীব্র অর্থসংকট, খাবারের অভাব ও অভিবাসনের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। দেশটির সাবেক সরকার ক্ষমতায় থাকাকালে শত শত কোটি ডলার যুক্তরাষ্ট্র ও ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলোয় রিজার্ভ হিসেবে জমা করে। তালেবান ক্ষমতায় আসার পর ওই অর্থ আটকে দেয়া হয়। তালেবান আসার পর স্থগিত করা হয় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সহায়তাও। এ মুহূর্তে বিদেশে তালেবানের নাগালের বাইরে রয়েছে ৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ; যদিও এসব অর্থ ছাড়ে দেনদরবার চালিয়ে যাচ্ছে তালেবান। সূত্র: আল-জাজিরা।



 

Show all comments
  • Anwar+Hossain ৩ নভেম্বর, ২০২১, ১১:৫৪ এএম says : 0
    মার্কিন ডলার ব্যবহার নিষিদ্ধ কর ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ