বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল বিএম কলেজের ছাত্রাবাসে বসবাসরত শিক্ষার্থীরা ছাত্রাবাস দ্রুত সংস্কার, পুকুরগুলো ছাত্রাবাসের নামে পুনরায় বরাদ্দ এবং করোনাকালীন সময়ের পর রহস্যজনকভাবে হোস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে স্মারক লিপি প্রদান করেছে। মঙ্গলবার বিএম কলেজ অভ্যন্তরে থাকা বিভিন্ন আবাসিক হোস্টেলের কয়েকশ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একজোট হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কলেজের জিরো পয়েন্টে জড়ো হয়ে তাদের দাবী আদায়ের লক্ষ্যে সংক্ষিপ্ত পথ সভা করে পুনরায় মিছিল বের করে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কলেজের প্রথম ফটক হয়ে নতুন বাজার-কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল সড়কে বিক্ষোভ মিছিল করে।
এসময় শিক্ষার্থীদের সকল সমস্যা মোকাবেলায় মিছিল নেতৃত্বদানকারী শিক্ষার্থী আবু রায়হান বলেন, অতি দ্রুত বর্ধিত ছাত্রাবাস ফি বাতিল করা সহ হলগুলোকে শিক্ষার্থীদের বসবাসোপযোগী করা,ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার, শিক্ষার্থীদের ডাইনিং ব্যবস্থা,হলের দেয়াল নির্মাণ করার মাধ্যমে বহিরাগতদের প্রতিরোধের ব্যবস্থা করা সহ ১১ দফা দাবী বাস্তবায়নের দাবী জানায়। অন্যথায় তারা কলেজের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে কঠোর আন্দোলনে যাবে বলেও হুশিয়ারি দিয়েছে।
পরে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে গিয়ে কলেজ প্রিন্সিপাল বরাবরে স্মারকলিপি পেশ করে। প্রিন্সিপাল প্রফেসর ড. গোলাম কিবরিয়া স্মারকলিপি গ্রহণ করে শিক্ষার্থীদের বলেন, তাদের দাবীগুলো পূরণ করার ক্ষমতা কলেজ প্রশাসনের নেই। সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে দাবীগুলো পূরণের চেষ্টা চালাবেন।
উল্লেখ্য, ১৩২ বছরের প্রাচীন সরকারি বিএম কলেজের ৬টি ছাত্রাবাসে এক হাজার ২শ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা রয়েছে। ছাত্রাবাসগুলোতে সব সময় ধারণ ক্ষমতার দ্বিগুণ শিক্ষার্থী বসবাস করে। অনেক পুরানো এ ছাত্রাবাসগুলোর বেশীরভাগই সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।