বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ি থেকে বাগেরহাট সরকারি পি সি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ তপনের (৫৪) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ফ্যানের হুকের সাথে গলাই রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মেলে তার লাশ।
মৃতের পরিবারের দাবি, কংকন দেবনাথ সোমবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে তিনি কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন তা জানা যায়নি।
শিক্ষক কংকন দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের একমাত্র পুত্র। তিনি দুবার বিয়ে করেছেন। সাংসারিক জীবনে তিনি নিঃসন্তান ছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন ও থানার সেকেন্ড অফিসার এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ মৃতের বাড়িতে উপস্থিত হয়ে খোঁজ-খবর নেন।
এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো.খায়রুল আনাম বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।