বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে রোববার রাতে লোকনাথ ট্রেডার্সে এক চুরি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল সাটার ভেঙ্গে দোকানে প্রবেশ করে নগদ ১৫/২০ হাজার টাকা, ৩ কার্টুন বেনসন সিগারেট ও কয়েকটি হরলিক্সসহ অজ্ঞাত পরিমান মালামাল নিয়ে যায়।
দোকানের মালিক স্বপন কুন্ডু জানান, তার ভগ্নে সুমন প্রতিদিনের ন্যায় রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসায় যায়। সকালে গিয়ে সাটার ভাঙ্গা দেখতে পেয়ে বাজার কমিটি জানায়। এ ব্যাপারে বাজার কমিটি ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেয়ায় থানায় কোন অভিযোগ দেয়নি বলে স্বপন কুন্ডু জানান।
উল্লেখ্য গত ১মাস আগে বাজারের সিদ্দিক সু-ষ্টোরে একই কায়দায় সাটার ভেঙ্গে চুরির সময় নৈশ প্রহরিরা চোর হাতেনাতে ধরে ফেলে।
বারবার চুরির ব্যাপরে বাজার কমিটির সভাপতি মিন্টু কুন্ডু জানান, চোর মোটামুটি চিহ্নিত করা হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।