Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাশলি বাইডেনের চুরি হওয়া ডায়েরি ৪০ হাজার ডলারে বিক্রি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়ে অ্যাশলি বাইডেনের ব্যক্তিগত ডায়েরি চুরির পর সেটি ৪০ হাজার ডলারে বিক্রি করে দেওয়া হয়েছে। ২০২০ সালে বাইডেনের নির্বাচনী লড়াই চলার সময় ডায়েরিটি চুরি হয়ে যায়। আর এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ইতোমধ্যে নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন তারা। তারা হলেন- আইমি হ্যারিস ও রবার্ট কুরলান্ডার। আদালতে দায়ের করা নথি অনুযায়ী, এই দুই ব্যক্তি প্রথমে ট্রাম্পের প্রচারণা শিবিরের কাছে ডায়েরিটি বিক্রি করতে চেয়েছিলেন। সেখানে প্রত্যাখ্যাত হওয়ার পর একটি রক্ষণশীল ধারার অধিকার আন্দোলনের সংগঠনের কাছে ডায়েরিটি নিয়ে যাওয়া হয়।ওই সংগঠন ডায়েরিটির জন্য দুই ব্যক্তির প্রত্যেককে ২০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেয়। শুধু তা-ই নয়, ৪১ বছর বয়সী অ্যাশলি বাইডেনের পারিবারিক ছবির ডিজিটাল ফাইলের মতো আরও কিছু জিনিসপত্র চুরির ব্যাপারে উদ্বুদ্ধ করেছিল প্রজেক্ট ভেরিটাস। দোষী সাব্যস্ত ওই দুই ব্যক্তির প্রত্যেকের পাঁচ বছর কারাদণ্ড হতে পারে। আত্মপক্ষ সমর্থন করে দেওয়া এক বিবৃতিতে প্রজেক্ট ভেরিটাস বলেছে, সংবাদ সংগ্রহের কাজ নৈতিক ও বৈধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাশলি বাইডেনের চুরি হওয়া ডায়েরি ৪০ হাজার ডলারে বিক্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ