মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য আবারও বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ শনিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়ার সব প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে।
তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে আফগানিস্তানসহ গোটা অঞ্চলের ওপর এর যেসব নেতিবাচক প্রভাব পড়বে তা তুলে ধরে জবিউল্লাহ মুজাহিদ বলেন, এসব সমস্যা দূর করার জন্য আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, তালেবান সরকার সপ্তম শ্রেণির উপরের ক্লাসগুলোর ছাত্রীদের স্কুলে যেতে দিচ্ছে না এবং নারী চাকুরিজীবীদেরও কর্মস্থলে যাওয়ার সুযোগ দিচ্ছে না। তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার পেছনে এ বিষয়গুলো কাজ করছে কি?
এ প্রশ্নের উত্তরে জবিউল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দেন, “এগুলো সম্পূর্ণ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় এবং এগুলোর সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়ার কোনো সম্পর্ক নেই। এসব বিষয়ে কথা বলা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।”
তালেবান মুখপাত্র এমন সময় এ বক্তব্য দিলেন যখন বিশ্বের বেশিরভাগ দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন, সকল জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা এবং নারী ও শিশুদের অধিকার রক্ষা করাকে পূর্বশর্ত হিসেবে ঘোষণা করেছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।