Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারীদের চাকুরি আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়: তালেবান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১০:০৯ এএম

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য আবারও বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তালেবানের মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ শনিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়ার সব প্রেক্ষাপট প্রস্তুত রয়েছে।

তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে আফগানিস্তানসহ গোটা অঞ্চলের ওপর এর যেসব নেতিবাচক প্রভাব পড়বে তা তুলে ধরে জবিউল্লাহ মুজাহিদ বলেন, এসব সমস্যা দূর করার জন্য আন্তর্জাতিক সমাজের উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, তালেবান সরকার সপ্তম শ্রেণির উপরের ক্লাসগুলোর ছাত্রীদের স্কুলে যেতে দিচ্ছে না এবং নারী চাকুরিজীবীদেরও কর্মস্থলে যাওয়ার সুযোগ দিচ্ছে না। তালেবান সরকারকে স্বীকৃতি না দেওয়ার পেছনে এ বিষয়গুলো কাজ করছে কি?

এ প্রশ্নের উত্তরে জবিউল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দেন, “এগুলো সম্পূর্ণ আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয় এবং এগুলোর সঙ্গে তালেবান সরকারকে স্বীকৃতি না দেয়ার কোনো সম্পর্ক নেই। এসব বিষয়ে কথা বলা আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।”

তালেবান মুখপাত্র এমন সময় এ বক্তব্য দিলেন যখন বিশ্বের বেশিরভাগ দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠন, সকল জাতিগোষ্ঠীর অধিকার রক্ষা এবং নারী ও শিশুদের অধিকার রক্ষা করাকে পূর্বশর্ত হিসেবে ঘোষণা করেছে।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Abdullah Mammun ৩ নভেম্বর, ২০২১, ৮:১৪ এএম says : 0
    তালেবান তোমরাই সঠিক পথে আছো। বিশ্ব ভূলের মধ্যে রয়েছে।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ