Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাদের টাকা ফেরত দিন

তহবিল মুক্ত করতে দাবি তালেবানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

আফগানিস্তানের তালেবান সরকার কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলার রিজার্ভের মুক্তির জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারণ, খরা-পীড়িত দেশটি নগদ সঙ্কট, ব্যাপক অনাহার এবং নতুন অভিবাসন সঙ্কটের মুখোমুখি হচ্ছে।

আফগানিস্তান ইউএস ফেডারেল রিজার্ভ এবং ইউরোপের অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে বিদেশে বিলিয়ন ডলারের সম্পদ রেখেছিল, কিন্তু আগস্টে তালেবান পশ্চিমা-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সেই অর্থ হিমায়িত করা হয়েছে। আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আহমদ ওয়ালী হকমাল রয়টার্সকে বলেছেন যে, ‘টাকা আফগান জাতির। আপনারা শুধু আমাদের নিজেদের টাকা দিন।’ তিনি আরও বলেন, ‘এই অর্থ আটক করে করা অনৈতিক এবং সমস্ত আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের পরিপন্থী।’ ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসনের অধীনে, নারীদেরকে বেশিরভাগ ক্ষেত্রে চাকুরী ও শিক্ষার বাইরে রাখা হয়েছিল। সাধারণত তাদের মুখ ঢেকে রাখতে হত এবং যখন তারা বাড়ি থেকে বের হয় তখন তাদেরকে একজন পুরুষ আত্মীয়ের সাথে থাকতে হতো। হকমাল বলেন, ‘সরকার নারীদের শিক্ষা সহ মানবাধিকারকে সম্মান করবে।’ তিনি মানবিক সহায়তা ছাড়াও নতুন তহবিল প্রয়োজন বলে জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা ইউরোপের দিকে ব্যাপক অভিবাসন শুরু করতে পারে এমন অর্থনৈতিক পতন এড়াতে জার্মানি সহ ইউরোপীয় দেশগুলোকে তাদের রিজার্ভের অংশ ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। আফগান সেন্ট্রাল ব্যাংকের বোর্ড সদস্য শাহ মেহরাবি রয়টার্সকে বলেছেন, ‘পরিস্থিতি মরিয়া এবং নগদ টাকার পরিমাণ কমছে। এই মুহূর্তে যা আছে তা দিয়ে খুব বেশি হলে বছরের শেষ পর্যন্ত চালানো যেতে পারে। তিনি বলেন, ‘আফগানিস্তান যদি এই অর্থের অ্যাক্সেস না পায় তবে ইউরোপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ ‘আপনি রুটি খুঁজে না পাওয়া এবং এটি বহন করতে সক্ষম না হওয়ার দ্বিগুণ যন্ত্রণা ভোগ করবেন। মানুষ মরিয়া হয়ে উঠবে। তারা ইউরোপে যেতে চলেছে,’ তিনি বলেছিলেন।

আফগানিস্তান তার ভঙ্গুর অর্থনীতির পতনের মুখোমুখি হওয়ার সময় সহায়তার আহ্বান আসে। মার্কিন নেতৃত্বাধীন বাহিনী এবং অনেক আন্তর্জাতিক দাতা কোন প্রস্থান অনুদান ছাড়াই দেশ ত্যাগ করেছে যা সরকারী ব্যয়ের তিন চতুর্থাংশ অর্থায়ন করে। অর্থ মন্ত্রণালয় বলেছে যে, সে সময় প্রায় ৪৪ লাখ ডলার দৈনিক কর পাওয়া যেত। যদিও পশ্চিমা শক্তিগুলো আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে চায়, তারা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে।

হকমাল বলেছিলেন যে, আফগানিস্তান মহিলাদের শিক্ষার অনুমতি দেবে, যদিও পুরুষদের মতো একই শ্রেণিকক্ষে নয়। তিনি বলেন, মানবাধিকারকে সম্মান করা হবে কিন্তু ইসলামী আইনের কাঠামোর মধ্যে, যা সমকামীদের অধিকারকে অন্তর্ভুক্ত করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি বলেছে যে, তারা প্রায় ৯০০ কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে না। তবে মেহরাবি আশা করেন, ইউরোপীয় দেশগুলো দিতে পারে। তিনি বলেছিলেন যে, জার্মানির কাছে ৫০ কোটি ডলার আফগান অর্থ রয়েছে এবং এটি সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সেই তহবিল ছেড়ে দেয়া উচিত। তিনি জানান, স্থানীয় মুদ্রা এবং দাম স্থিতিশীল রেখে আফগানিস্তানের ‘আসন্ন সঙ্কট রোধ করতে’ প্রতি মাসে অন্তত ১৫ কোটি ডলার প্রয়োজন। তহবিল স্থানান্তর যে কোন একজন নিরীক্ষক দ্বারা পর্যবেক্ষণ করা যেতে পারে।

মেহরাবি বলেন, ‘রিজার্ভ হিমায়িত থাকলে, আফগান আমদানিকারকরা তাদের চালানের জন্য অর্থ প্রদান করতে সক্ষম হবে না, ব্যাঙ্কগুলো ভেঙে পড়তে শুরু করবে, খাদ্যের অভাব হবে, মুদির দোকানগুলো খালি হয়ে যাবে।’ তিনি বলেন, ‘জার্মান ঋণদাতা কমার্সব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৪৩ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ রয়েছে, সেইসাথে জার্মানির কেন্দ্রীয় ব্যাংক, বুন্দেসব্যাঙ্কের কাছে আরও প্রায় ৯ কোটি ৪০ লাখ ডলার রয়েছে। দ্য ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, সুইজারল্যান্ডের গ্লোবাল সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর একটি অভিভাবক প্রতিষ্ঠান, আরও প্রায় ৬৬ কোটি ডলার আটকে রেখেছে। তবে কোন ব্যাংকই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ