মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ায় নিজেদের পুতে রাখা বোমার বিস্ফোরণে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ১০ সদস্য নিহত হয়েছে। মাটিতে পুতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ওই জঙ্গিরা প্রাণ হারান। স্থানীয় সময় শুক্রবার (২৯ অক্টোবর) আল শাবাবের সদস্যরা গাড়িতে চড়ে যাওয়ার সময় বিস্ফোরণের এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সোমালিয়ার জাতীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, উত্তর-মধ্য সোমালিয়ার মুদুগ অঞ্চলের কিউক্যাড গ্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাবের সদস্যরা দেশটিতে প্রায়ই আইইডি ডিভাইস দিয়ে হামলা চালিয়ে আসছে। নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে টার্গেট করে তারা ব্যস্ততম সড়কে এসব ডিভাইস পুতে রাখে। ফলে এসব ডিভাইস থেকে বিস্ফোরণে বহু হতাহতের ঘটনা ঘটে।
যুক্তরাজ্য থেকে সোমালিয়া সরকার গাড়িসহ আধুনিক যন্ত্র কেনার এক সপ্তাহ পরই এই ঘটনা ঘটলো। এই বিস্ফোরণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি মালামাল ও মানবিক সহায়তার কাজেও ব্যাঘাত ঘটেছে।
গত মাসেই সোমালিয়ার প্রেসিডেন্ট প্যালেসের কাছে একটি চেক পয়েন্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৭ জন আহত হয়। সে সময় ওই হামলার পর এক বিবৃতিতে, আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব হামলার দায় স্বীকার করে। সূত্র : আনাদোলু
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।