বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১৫ দিনব্যাপী ইসলামি বইমেলা চলছে। আগামী ৩ নভেম্বর এ মেলা শেষ হবে। গত ১৯ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ মেলা শুরু হয়। শুরুর দিকে খুব বেশি প্রচার প্রচারণা না থাকলেও শেষ মুহুর্তে যেন তিল ঠাঁই নেই এ বই মেলায়।
প্রায় প্রতিদিন দূর-দূরান্ত থেকে মেলায় এসে যোগ দিচ্ছেন বই প্রেমিকরা। এছাড়াও মেলায় যোগ দিচ্ছেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও লেখকবৃন্দ। গত ২৭ অক্টোবর সন্ধ্যার কিছু আগে মেলায় যোগ দেন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। তিনি মেলায় যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে বই বিক্রি দ্বিগুণ বেড়ে যায়।
এদিন শায়খ আহমাদুল্লাহ’র সঙ্গে যোগ দেন আরও এক ইসলামি আলোচক আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তারা দুজনে ইসলামি বই মেলায় যোগ দিয়ে প্রত্যেকটি স্টলে উপস্থিত হয়ে আগত ক্রেতাদের বই কেনার আহবান জানান।
এ সময় তারা বলেন, ইসলামকে জানতে হলে এ মেলায় আসতে হবে। ইসলামকে জানার জন্য বই পড়ার বিকল্প নাই। তবে বাছাই করে বই কিনতে হবে। যে বইতে বেশি তথ্যসূত্র উল্লেখ করা হয়েছে এবং যারা বিতর্কিত কোনো বই লিখেন না তাদের বই কিনতে এবং পড়তে হবে।
এদিকে ইসলামি বই মেলা প্রাঙ্গনে মূল ধারার তেমন কোনো গণমাধ্যম কর্মীদের চোখে পড়েনি। শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে এ মেলায় প্রচার এবং প্রসার চলছে। তাতেই শেষ মহুর্তে জমজমাট এ বইমেলা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।