Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

একুশে বই মেলায় প্রবাসী সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমানের ‘খোকা যখন জাতির পিতা’

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫৫ পিএম

আরব আমিরাত প্রবাসি সাংবাদিক, ছড়াকার ও লেখক লুৎফুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা শিশুতোষ ছড়ার বই 'খোকা যখন জাতির পিতা' এখন একুশে বই মেলায়। প্রকাশক : উৎস প্রকাশন। অলংকরণ : তিশা সেন। লুৎফুর রহমান একজন সৃষ্টিশীল তরুণ। লেখালেখিতে ছড়া তার প্রিয় বিষয় হলেও দেশ-বিদেশের স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকা, ই-বুক এবং ব্লগে নিয়মিত বিচরণ তার। নবম শ্রেণীর ছাত্রাবস্থায় ২০০২ সালে 'সূর্যেগড়া বাংলাদেশ' দিয়ে সম্পাদনায় তার হাতে খড়ি। একে একে সম্পাদনা করেছেন ছোটকাগজ ঝিনুক, মিলন ও অঞ্জলী। ২০০৪ সাল থেকে নিয়মিত সম্পাদনা করছেন ‘মুকুল’। ২০০৬ সালে ঢাকার ছায়ানট থেকে ভারতের কলকাতা যান। সেখান থেকে ব্রতচারী দীক্ষা নিয়ে প্রশিক্ষক হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দিয়েছেন মাধ্যমিক শিক্ষার্থীদের। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত এ তরুণ একজন খেলাঘর কর্মীও। তার অগ্রণী ভূমিকায় ‘খেলাঘর স্কুল-কলেজে যায় মুক্তিযুদ্ধের গল্পশোনায়’ কর্মসূচী বাংলাদেশে নতুন প্রজন্মকে উজ্জ্বীবিত করেছে। সংহতি সাহিত্য পরিষদ আমিরাত শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছেন দক্ষতার সাথে। বিয়ানীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন করে ২০০৯ সাল থেকে জীবিকার তাগিদে আরব আমিরাত প্রবাসী। মুক্তিযুদ্ধের গণহত্যার উপর সর্বপ্রথম কোন ছড়াকারের ধারাবাহিক সিরিজ ছড়ার বই প্রকাশ করার অসামান্য অবদান রাখায় ২০১৫ সালে ঢাকা থেকে ’শহীদ বুদ্ধিজীবি পদক’ পেয়েছেণ তিনি। সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমানের প্রকাশিত অন্যান্য গ্রন্থগুলো হচ্ছে, বিয়ানীবাজার কণ্ঠ (প্রমাণ্যগ্রন্থ)-২০০৭, স্বপ্নবালিকা (প্রেমের ছড়া)- ২০১১, লাল সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া (গণহত্যা নিয়ে ছড়াগ্রন্থ)-২০১৩, সুরমা ফারর ছড়া (সিলেটী ভাষার ছড়া)-২০১৩, আমিরাতের পথে-ঘাটে (ভ্রমণগ্রন্থ)-২০১৪, তেলমারো (সমকালিন ছড়া)- ২০১৪, বর্ণমালার ছড়া (শিশুতোষ ছড়া)-২০১৬, ভালবাসা ডটকম (প্রেমের অণুছড়া)-২০১৬, লাল সুবজের ছড়া (সিলেট বিভাগের গণহত্যা নিয়ে)-২০১৭, ছড়া ৫২ (দেশ, ভাষা ও মুক্তিযুদ্ধের ছড়া)-২০১৮, খোকা যখন জাতির পিতা (বঙ্গবন্ধুকে নিয়ে শিশুতোষ ছড়া)-২০২০। সৃষ্টিশীল তরুণ প্রতিভাবান ছড়াকার, লেখক ও সাংবাদিক লুৎফুর রহমানের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার পৌর শহরের নিদনপুর গ্রামে। তার জন্ম ১৯৮৭ সালের ১০ জুলাই। বাবা মাহমুদ আলী ও মা নাজমা মাহমুদ। ৩ ভাই ২ বোনের মধ্যে সবার বড় তিনি। সংসার জীবনে স্ত্রী খালেদা রহমান এবং যমজ সন্তান হামযা রহমান বর্ণ ও ফাইযা রহমান মালাকে নিয়ে তার জীবনযাত্রা। লুৎফুর রহমান একাত্তর টিভির আরব আমিরাত প্রতিনিধি, ৫২ বাংলা টিভির বার্তা সম্পাদক এবং প্রবাসের নিউজের নির্বাহী সম্পাদক তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ