Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

একুশে বই মেলায় তারকাদের বই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২১, ১২:০১ এএম

প্রতিবছর একুশে বইমেলায় তারকাদের বই প্রকাশিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে বেশ কয়েকজন তারকার বই। কারো কারো বই প্রকাশের পথে। বই প্রকাশ উপলক্ষে কোনো কোনো তারকা নিয়মিত মেলায় আসছেন। বইয়ে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছেন। এ বছর একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আবুল হায়াতের দুটি বই প্রকাশিত হয়েছে। একটি গল্পের বই, অন্যটি মঞ্চ নাটকের বই। তার গল্পের বইয়ের নাম স্বপ্নের বৃষ্টি এবং মঞ্চ নাটকের বইয়ের নাম ‘দুটো মঞ্চ নাটক’। বই দুটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন। একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেত্রী সুজাতার লেখা তিনটি প্রকাশিত হবে বলে জানা গছে। এর মধ্যে একটি আত্মজীবনীমূলক, একটি উপন্যাস এবং রূপবানের কথা নামে একটি বই। নাট্য পরিচালক অনিমেষ আইচের নতুন উপন্যাস যামিনী প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। গায়ক ও অভিনেতা তাহসান খানের প্রথম বই ‘অনুভ‚তির অভিধান’ শিঘ্রই প্রকাশিত হবে।এটি প্রকাশ করবে অধ্যয়ন প্রকাশনী। অভিনেত্রী কুসুম সিদকারের গল্পের বই অজাগতিক ছায়া প্রকাশ করেছে তাম্রলিপি। এটি তার দ্বিতীয় বই। অভিনেত্রী শানারেই দেবী শানুর দুটি উপন্যাস মেলায় এসেছে। একটি প্রকাশ করেছে অনন্যা। অন্যটি প্রকাশ করেছে তাম্রলিপি। তাম্রলিপি প্রকাশিত উপন্যাসটির নাম ইতি মেঘবালক। অনন্যা থেকে প্রকাশিত উপন্যাসটির নাম আমার একটা তুই চাই। অভিনেত্রী আশনা হাবিব ভাবনার প্রথম কবিতা গ্রন্থ প্রকাশিত হবে। তার বইয়ের নাম রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না। সঙ্গীতশিল্পী পুতুল গত কয়েক বছর ধরে নিয়মিত বই লিখছেন। এবারের মেলার প্রথম দিন থেকেই তার লেখা নতুন উপন্যাস পাওয়া যাচ্ছে। বইটির নাম এক শিল্পীসত্তার ব্যবচ্ছেদ এবং তার আত্মজীবনীর ভগ্নাংশ। গায়ক মুহিন প্রথমবার লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবারের বই মেলায়। মেলায় আসছে তার প্রথম কবিতার বই তুমি সুন্দর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ