গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
অমর একুশে বইমেলায় আওয়ামী যুবলীগের স্টলে ভীড় করছেন পাঠকরা। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ পাঠকরা এই স্টলে এসে বই দেখছেন এবং পছন্দমত বই ক্রয় করছেন।
আজ সোমবার বিকালে যুবলীগের স্টলে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত হয়ে নিজেরাই বই বিক্রি করেন।
স্টলটিতে আজ সবচেয়ে বেশি বই বিক্রি হয় যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির লেখা ‘দূরবিনে দূরদর্শী’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি। যুব লীগের নেতাকর্মীরা লাইনে দাড়িয়ে বই কিনতে দেখা গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদদিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশসহ যুুবলীগের অসংখ্য নেতাকর্মী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান নিখিলের কাছ থেকে বই কিনেছেন।
স্টলে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।