Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীনগরে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা আহত-৮, থানায় পাল্টা পাল্টি অভিযোগ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ২:১৫ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বৌ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এই হামলায় রাঢ়িখাল ইউনিয়নের স্বতন্ত্র পার্থী হারুন আর রশিদ, সমর্থক মহিখার ছেলে শাহিন(৪০), ওমর শরিফের ছেলে শাওন খান(৪৫), মনির মৃধার ছেলে ইতেন মৃধা, সুজন খানের ছেলে তুহেল খানসহ আহত হয় ৪জন আহত হয়।
অভিযোগ সূত্রে জানাযায়, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ তার সমর্থকদের নিয়ে উঠান বৈঠক শেষে বাড়িতে ফিরছিলেন। বৌ বাজার এলাকায় আসলে নৌকা প্রতিকের প্রার্থী আঃ বারেক খান বারীর উপস্থিতিতে তার সমর্থকরা সতন্ত্র পার্থী হারুন অর রশিদ সহ তার লোকজনের উপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, উভয় পক্ষ থেকে পাল্টা পাল্টি অভিযোগ পেয়েছি। এক পক্ষের মামলা হয়েছে অন্যটির তদন্ত চলমান আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচনে সহিংসতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ