Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউপি নির্বাচনে সহিংসতা দ্বিতীয়বার কম হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : ইউপি নির্বাচনে সহিংসতা প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার কম হয়েছে। আগামীতে আরো কম হবে। তবে দুই পক্ষের আধিপত্য বিস্তারের কারণে নির্বাচন পরবর্তী সহিংসতা হচ্ছে, এটা মোটেও কাক্সিক্ষত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাদারীপুর শাখার জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন, তনু হত্যাকা-টি যেহেতু তদন্তাধীন রয়েছে, সেহেতু এই বিষয়টিতে এখন কথা না বলাই ভালো। তদন্ত শেষে জানাবো।’
মাদারীপুর জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিমউদ্দন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচনে সহিংসতা দ্বিতীয়বার কম হয়েছে -স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ