Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি নির্বাচনে সহিংসতা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুরে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই চেয়ারম্যান প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে নৌকা সমর্থিত প্রার্থীর লোকজন ও সমর্থকরা। গতকাল (রোববার) দুপুরে উপজেলার আল্লাহরদর্গা বাজারে তালা ঝুলানোর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার মরিচা ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জোয়াদুর রহমান জজকে নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর লোকজন মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু জোয়াদুর রহমান জজ নৌকা সমর্থকদের চাপ ও হুমকি উপেক্ষা করে মনোনয়নপত্র প্রত্যাহার না করে সে নির্বাচনের মাঠে গণসংযোগ অব্যাহত রাখেন। এরই জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের কর্মী-সমর্থকরা জোয়াদুর রহমান জজের ব্যবসা প্রতিষ্ঠান চালের আড়তে তালা ঝুলিয়ে দেয়। অপরদিকে পিয়াপুর ইউনিয়নের আশরাফুল ইসলাম নামে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হার্ডওয়্যার ব্যবসা প্রতিষ্ঠানে নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ লালুর লোকজন একই সময়ে তালা ঝুলিয়ে দিয়েছে। চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম জানান, মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু ইউসুফ লালুর লোকজন তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। এছাড়াও শনিবার রাতে নির্বাচনী গণসংযোগ চালানোর সময় ফিলিপনগর ইউনিয়নের নৌকা সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফজলুল হকের লোকজন আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শামসুল আলমকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে শামসুল আলমের লোকজন জানিয়েছেন। উপজেলার আড়িয়া ইউনিয়নের নৌকা সমর্থিত প্রার্থী সাঈদ আনছারী বিপ্লবের লোকজন শনিবার রাতে লাঠি ও দেশীয় অস্ত্র হাতে সশস্ত্র মহড়া প্রদর্শন করায় সাধারণ ভোটার ও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তারিক আল মামুন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার জানান, নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রিটার্নিং অফিসার অথবা নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের কাছে এলে তা তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি নির্বাচনে সহিংসতা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় দুই প্রার্থীর ব্যবসা প্রতিষ্ঠানে তালা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ