Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোভিড মোকাবিলায় ২ হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন : হু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২১, ১২:০৩ এএম

কোভিড-১৯ মোকাবিলার জন্য আগামী ১২ মাসে দুই হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও, হু)। এজন্য সংস্থাটি জি-২০-এর নেতাদের এগিয়ে আসার এবং অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে। বিশ্বের শক্তিধর বিশটি দেশের জোট জি-২০’র নেতারা চলতি সপ্তাহের শেষ দিকে রোমে বৈঠকে বসছেন। ডব্লিউএইচও’র প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস জি-২০’র নেতাদের উদ্দেশে বলেন, তারা দরিদ্র দেশগুলোকে মহামারিতে দীর্ঘ সময় ধরে সুরক্ষা থেকে বঞ্চিত রাখতে পারেন না। টেড্রস বলেন, আরও ৫০ লাখ লোকের মৃত্যুর আশঙ্কা মোকাবিলায় কোভিড-১৯ টিকা, পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য আগামী ১২ মাসে দুই হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। টেড্রস আধানম এক সংবাদ সম্মেলনে বলেন, মহামারি অবসানে কার্যকর ব্যবস্থা নিতে জি-২০ ‘প্রয়োজনীয় রাজনৈতিক ও আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা রাখে।’ ডব্লিউএইচও’র প্রধান বলেন, ‘আমরা চূড়ান্ত মুহূর্তে আছি; বিশ্বকে নিরাপদ রাখার জন্য বলিষ্ঠ নের্তৃত্বের প্রয়োজন।’ ডব্লিউএইচও’র নেতৃত্বে ‘অ্যাকসেস টু কোভিড টুলস অ্যাক্সিলারেটর’-এর লক্ষ্য হলো—মহামারি মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জামগুলোর উন্নয়ন, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা। ডব্লিউএইচও বলছে—এতে অর্থায়নের দুই হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন, ‘যা মহামারির কারণে ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং বিভিন্ন দেশের জাতীয় পুনরুদ্ধার প্রক্রিয়ায় সহায়তা দিতে গৃহীত উদ্দীপনা পরিকল্পনার ব্যয়ের তুলনায় সামান্য।’ এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হু

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ