Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ২৮.৮২ শতাংশ

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২১, ১:৪২ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের 'বি ইউনিট' ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৮ হাজার ৫৩৬ জন যা মোট পরীক্ষার্থীর ২৮.৮২ শতাংশ।
'বি ইউনিটে' ১ হাজার ২২১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ২৯ হাজার ৬৬০ জন।সেই হিসেব অনুযায়ী ফেল করেছেন ২১ হাজার ৮৪ জন। যা শতকরা ৭১.১৮ শতাংশ। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ৮৬.৫। জিপিএ সহ সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৬.৫।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো ইনকিলাবের কাছে নিশ্চিত করে।
প্রসঙ্গত বুধবার (২৭ অক্টোবর) সকাল,বিকাল ও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল মিলে তিন শিফটে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। এই ইউনিটে আবেদন করেছিলেন ৪২ হাজার ৬৬৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ