মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অপেক্ষাকৃত ছোট শহরগুলোতে আকাশচুম্বী ভবন নির্মাণ সীমিত করে দিয়েছে চীন। নতুন নিয়ম অনুযায়ী ত্রিশ লাখের কম বাসিন্দার শহরগুলো ১৫০ মিটারের চেয়ে বেশি উঁচু ভবন তৈরি করতে পারবে না। এর চেয়ে বেশি বাসিন্দার শহরগুলো ২৫০ মিটারের উঁচু ভবন বানাতে পারবে না। চীনে ইতোমধ্যেই ৫০০ মিটারের বেশি উঁচু ভবন নির্মাণ নিষিদ্ধ। বিশ্বের সবচেয়ে উঁচু বেশ কয়েকটি ভবন চীনে অবস্থিত। এর মধ্যে রয়েছে ৬৩২ মিটারের সাংহাই টাওয়ার এবং ৫৯৯.১ মিটারের শেনজেনে অবস্থিত পিন আন ফিনান্স সেন্টার। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সাংহাই ও শেনজেনের মতো জনাকীর্ণ শহরগুলোতে আকাশচুম্বী ভবনের দরকার থাকলেও অন্য শহরগুলোতে জায়গার অভাব নেই। মূলত আত্ম-অহমিকা প্রকাশ করতেই আকাশচুম্বী ভবন নির্মাণ করা হয়। এ বছরের শুরুতে শেনজেন শহরে ৩৫০ মিটারের এসইজি প্লাজা দুলতে শুরু করলে শত শত মানুষ ভবনটি ছেড়ে পালিয়ে যায়। চীন ক্রমেই ব্যয়বহুল আত্ম-অহমিকার প্রকল্পগুলোর বিরুদ্ধে অভিযান জোরালো করছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।