মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার কাতারের রাজধানী দোহায় আমেরিকাসহ অন্তত এক ডজন পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বুধবার এ খবর জানিয়ে বলেছেন, “আজ দোহায় আফগানিস্তানে নিযুক্ত মার্কিন মিশন প্রধান ইয়ান ম্যাকক্যারি পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন।”
এক টুইটার বার্তায় তিনি আরো বলেন, সাক্ষাতে আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। আমেরিকা ছাড়া আরো যেসব দেশের কূটনীতিকদের সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে সেসব দেশের মধ্যে রয়েছে জাপান, জার্মানি ও নেদারল্যান্ড।
আফগানিস্তানে ২০ বছরের মার্কিন শাসনের অবসান ঘটিয়ে গত ১৫ আগস্ট তালেবান দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো আফগানিস্তানকে অর্থ সরবরাহ বন্ধ করে দেয়। মার্কিন সরকার আফগানিস্তানের শত শত কোটি ডলার অর্থ আটকে দেয়।
বুধবারের সাক্ষাতে আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ ও সম্পদ ছেড়ে দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।