বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর আবারো সন্ত্রাসী হামলা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুবায়ের আহম্মেদকে বেধড়ক পিটিয়ে পা থেঁতলে ও ভেঙ্গে দিয়েছে স্থানীয় সরকারদলীয় উচ্ছৃঙ্খল লোকজন। গত মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা সদরের মুরাদনগর বাজারে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়রা বিস্ময় প্রকাশ করেছেন। সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে মুরাদনগর উপজেলা বিএনপির অসংখ্য নেতা-কর্মীদের ওপর শারীরিক সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার বাহিনী। তারই ধারাবাহিকতায় স্থানীয় সাংসদ ইউসুফ আব্দুল্লাহ্ হারুনের অনুসারী রাব্বির নেতৃত্বে ১০-১২ জন মিলে স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের আহম্মেদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা রাম দা, গ্যাসের পাইপ, লোহার রড, হাতুরি দিয়ে বেধড়ক পিটিয়ে জুবায়েরের দুটি পা থেঁতলে দিয়ে তার সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে চলে যায়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।