বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক মামলায় খুলনার একটি আদালত আইয়ুব আলী শরীফ নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম করাদন্ড দিয়েছেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি ৬ নং মতিয়াখালী শেখ পাড়া এলাকার জনৈক জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া হোসেন আলী শরীফের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী সাব্বির আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালে ১২ নভেম্বর আসামি আইয়ুব একটা ব্যাগে করে ৪০ বোতল ফেন্সিডিল নিয়ে গল্লামারী ব্রীজ পার হচ্ছিল। এ সময় ওই এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট মনিরুজ্জামানের সন্দেহ হলে তাকে তল্লাশি করেন। একসময় তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই দিন সার্জেন্ট মনির বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার পিএসআই মজিদ বকুল আইয়ুবকে আসামি করে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। মামলায় ছয় জন স্বাক্ষ্য প্রদান করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।