Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কুতুবউদ্দিন আহমেদ
জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা; জমে উঠেছে আপন সৌন্দর্যে। দলে-দলে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে দলবেঁধে মানুষ আসছে মেলায়। তারা বই কিনছে, দলে-দলে সোহ্রাওয়ার্দীর খোলা পরিবেশে আকাশের নিচে হেঁটে বেড়াচ্ছে বাধাহীনভাবে।
দেখে মনে হচ্ছে, এবারই প্রথম ফুটে উঠেছে বইমেলার প্রকৃত সৌন্দর্য। মেলার বিশাল পরিসরে মুগ্ধ না হয়ে উপায় নেই। এতোদিন দেখে দেখে অভ্যস্ত হয়ে এসেছি, ঘিঞ্জি হয়ে দাঁড়িয়ে থাকা চিপা-চাপা স্টলগুলোকেÑ যার সামনে দাঁড়িয়ে আছে বইপ্রেমী জনতার অসহনীয় ভিড়; ত্রাহি ত্রাহি অবস্থা। প্রিয় পাঠক! আশার কথা এই যে, মেলায় আর সেই ত্রাহি ত্রাহি অবস্থাটি নেই। মেলায় এখন খোলামেলা পরিসর। হাঁটা-চলায় দারুণ আরাম। পরিবার-পরিজন নিয়ে, বন্ধু-বান্ধব নিয়ে আয়েশ করে ঘুরে-বেড়ানো যায়। বইও কেনা যায় ঘুরে-ফিরে, দেখে-শুনে।
মেলাসূত্রে জানা গেছে, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা অপরিবর্তিত আছে। গতবারের মতো এবারও একাডেমি প্রাঙ্গণে ৮২টি প্রতিষ্ঠানকে ১১১টি এবং সোহরাওয়ার্দী অংশে ৩২০টি প্রতিষ্ঠানকে ৫৪০টি ইউনিট; মোট ৪০২টি প্রতিষ্ঠানকে ৬৫১টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ১৪টি প্রকাশনা সংস্থাকে মোট ছয় হাজার বর্গফুট আয়তনের ১৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে। ৯২টি লিটল ম্যাগাজিনকে বর্ধমান হাউজের দক্ষিণ দিকে লিটল ম্যাগাজিন কর্ণারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। ক্ষুদ্র প্রকাশনা সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যারা বই প্রকাশ করেছেন তাদের বই বিক্রি ও প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির দুটি প্যাভিলিয়ন, একাডেমি প্রকাশিত অভিধান বিক্রয়কেন্দ্র, একাডেমির শিশু-কিশোর প্রকাশনাভিত্তিক বিক্রয়কেন্দ্র এবং একাডেমির সাহিত্য মাসিক ‘উত্তরাধিকার’র বিক্রয়কেন্দ্র থাকবে।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১৫টি গুচ্ছে সাজানো হয়েছে। ভাষাশহিদ আবুল বরকত, আবদুস সালাম, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমদ, আবদুল জব্বার, শহিদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী, জ্যোতির্ময় গুহঠাকুরতা, আলতাফ মাহমুদ, সিরাজুুদ্দিন হোসেন, ডা. আলীম চৌধুরী, সেলিনা পারভীন, শিশুসাহিত্যিক সাজেদুল করিম, হাবীবুর রহমান, ফয়েজ আহমদ এবং রোকনুজ্জামান খান দাদাভাইয়ের নামে চত্বরগুলো নামাঙ্কিত করা হয়েছে।
প্রতিবারের মতো এবারও বইমেলায় প্রতিদিন শত শত বই আলোর মুখ দেখছে। পাঠকদের সুবিধার্থে সেসব বইয়ের তথ্য দেয়া হলো।

কবিতা
দৃশ্যান্তরী মানুষেরাÑ সৈয়দ শামসুল হক, বাংলা প্রকাশ
রক্ষা করো হে ভৈরবÑ নির্মলেন্দু গুণ, বিভাস
জয়তু বৈশাখÑ মনজুরে মওলা, চন্দ্রাবতী
আজও, কেউ হাঁটে অবিরামÑ গুলতেকিন খান, তা¤্রলিপি
প্রেমের কবিতাÑ সোহরাব পাশা, পাঠক সমাবেশ
উড়ে যাওয়া মানুষের ভাষাÑ কামাল চৌধুরী, সময় প্রকাশন
নির্বাচিত কবিতাÑ মাহবুব কবির, ভাষাচিত্র
কবির বিষণœ বান্ধবীরাÑ মুস্তাফিজ শফি, ভাষাচিত্র
নিরঙ্কুশ ভালবাসা বলে কিছু নেইÑ গোলাম কিবরিয়া পিনু, বিভাস
মন খারাপের গাড়িÑ মাহবুবুল হক শাকিল, অন্বেষা
কুয়াশা ক্যাফেÑ পিয়াস মজিদ, অন্যপ্রকাশ
এই সময়ের কবিতাÑ সায্যাদ কাদির, সাহস পাবলিকেশন্স
চাঁদের মাটির টেঁরাকোটাÑ চানৈক্য বাড়ৈ, বিভাস
খেরোখাতার পাতা থেকেÑ মাহবুবুল হক শাকিল, অন্বেষা
আকাশে ঘন ঘন মেঘ হৃদয়ে তন্দ্রাÑ খালেদ হোসাইন, অনিন্দ্য
খড়ের খোয়ারÑ শিহাব শাহরিয়ার, স্বরব্যঞ্জণ
মধ্যাহ্নের মেঘÑ নীলা সাহা, বিভাস
ডাহুকÑ আফরোজা সোমা, ভাষাপ্রকাশ
কমিকস ক্যামেরাÑ বিজয় আহমেদ, চৈতন্য
ইনবক্স ভরে গেছে বকুলের ঘ্রাণেÑ রাসেল মাহমুদ, পলল
শুধুই ভালবাসি আর কিছু নয়Ñ বুলবুল সিনহা, উৎস প্রকাশ
করাত কলে কাটা- আছির বিন খালেক, সৃজনী

গল্প
সেরা দশ গল্পÑ শওকত আলী, অন্যপ্রকাশ
তুচ্ছ প্রেম গুচ্ছ প্রতারণাÑ উম্মে মুসলিমা, মুক্তধারা
দাগÑ আবিদ করিম, রূপ প্রকাশন
বাংলাদেশের নির্বাচিত প্রেমের গল্পÑ সম্পাদনা : মোহাম্মদ আবদুল মান্নান ও রাশেদ রহমান, পলল
মায়াবাস্তবের আত্মকথনÑ হুমায়ুন মালিক, রূপসী বাংলা
বরফের বাসর ও লাল রুমালÑ কাজী হাসান, চন্দ্রদ্বীপ
কমলনামাÑ কামরুজ্জামান জাহাঙ্গীর, বেঙ্গল পাবলিশার্স
রূপডাঙার সন্ধ্যানেÑ কাজী রাফি, অনিন্দ্য
অল্পই গল্পÑ দেবাহুতি চক্রবর্তী, ধ্রুবপদ
দোজখের ফেরেস্তাÑ সোহরাব হাসান, ধ্রুবপদ
ইতালির শ্রেষ্ঠ গল্পÑ অনু. সোহরাব সুমন, ইত্যাদি

উপন্যাস
উপন্যাস সমগ্রÑ আল মাহমুদ, সময় প্রকাশন
নিঃঙ্গতার মুখর সময়Ñ সেলিনা হোসেন, কথা প্রকাশ
স্বপ্নের সীমানায় পারাপারÑ জ্যোতিপ্রকাশ দত্ত, অন্যপ্রকাশ
সেই ভাষণটি শোনার পরÑ আনোয়ারা সৈয়দ হক, কথাপ্রকাশ
একটি গ্রামোফোনের রেকর্ডÑ বুলবুল ওসমান, চন্দ্র্রদ্বীপ
মস্ত বড়লোকÑ মঞ্জু সরকার, চন্দ্রবতী
স্বপ্নের বাজপাখিÑ সেলিনা হোসেন, অন্যপ্রকাশ
জলোচ্ছ্বাসের শিশুÑ ধ্রব এষ, বাংলাপ্রকাশ
নদীর নাম ময়ুরাক্ষীÑ রফিকুল ইসলাম মুকুল, অনিন্দ্য
অচেনা আপনÑ রিফাৎ আরা, মীরা প্রকাশ
দিনকালের কাঠখরÑ সেলিনা হোসেন, প্রথমা
মৌমিতাÑ মোহীত উল আলম, কথাপ্রকাশ
ছায়ারজনীÑ রেজাউর রহমান, সূচিপত্র
ফিরে এসÑ শান্তনু চৌধুরী, উৎসপ্রকাশ
একজন অভ্র ও জনৈক পিতাÑ আবুল ফাতাহ, রোদেলা
অবেলায়Ñ মনি অধিকারী, উৎসপ্রকাশ
কালের নায়কÑ হাজি তানজিনিযা, অ্যাডর্ন
নন্দিত সুখদুঃখÑ মাহবুব এলাহী, প্রতিভা প্রকাশ
চোখ গেল পাখিÑ আবুল হায়াৎ, শব্দশিল্প
মনে পড়ে এই হেমন্তরাতেÑ ধ্রুব এষ, সময় প্রকাশন
সুনীল হুমায়ূনÑ রফিকুল ইসলাম, বাংলাপ্রকাশ
মেঘের পর রোদÑ রায়হান আহমেদ, মীরা প্রকাশ
পাশের মানুষÑ ইমন চৌধুরী, সৃজনী
আলো ছায়ায় জোয়ারভাটাÑ ফজল এ খোদা, অবসর

প্রবন্ধ/ নিবন্ধ /গবেষণা
রবীন্দ্রনাথ কেন জরুরিÑ সিরাজুল ইসলাম চৌধুরী, অবসর
উত্তরাধিকারের অনিবার্য প্রশ্নÑ সিরাজুল ইসলাম চৌধুরী, অবসর
পূর্বগামীÑ আনিসুজ্জামান, কথাপ্রকাশ
তিনি একজনইÑ রশীদ হায়দার, আগামী
সাঁকো বাঁধার প্রত্যয়Ñ যতিন সরকার, কথাপ্রকাশ
সৃষ্টি সুখের উল্লাসÑ বিশ্বজিৎ ঘোষ, কথাপ্রকাশ
অভিবাসীÑ অধরা জ্যোতি, ইত্যাদি
ইসলাম বিজ্ঞান ও সংস্কৃতিÑ ড. এম শমসের আলি, মুক্তধারা
বারাক ওবামাÑ রাজিব আহমেদ, গতিধারা
মারফতি ও মুর্শিদি গানÑ ওয়াকিল আহমদ, গতিধারা
পোস্ট আমেরিকান ওয়ার্ল্ডÑ ফরিদ জাকারিয়া, অঙ্কুর
ঔপনিবেশিক ভারতে বিলাতি নারীরাÑ আদনান সৈয়দ, ইত্যাদি
তব ভুবনে তব ভবনেÑ আতিউর রহমান, অন্যপ্রকাশ
বাংলাদেশের অভ্যুদয়Ñ আবুল মাল আব্দুল মুহিত, সময় প্রকাশন
বাঙালির রাষ্ট্র নির্মাণের সংগ্রামÑ শামসুজ্জামান খান, সময় প্রকাশন
বাংলাদেশি জেনারেলদের মনÑ মুনতাসির মামুন, সময় প্রকাশন
বেলা অবেলা সারাবেলাÑ আসাদুজ্জামান নূর, সময় প্রকাশন
ভাষা আন্দোলনের আদিপর্বÑ আবদুল হক, মুক্তধারা
রবীন্দ্রনাথের বিদেশিরাÑ আনু মুহম্মদ, আহমদ পাবলিশিং হাউজ
গণপরিষদ থেকে নবম জাতীয় সংসদÑ কর্নেল শওকত আলী, আগামী
রেনেসন্স, বাংলার রেনেসন্সÑ গোলাম মুরশিদ, অবসর
দক্ষিণে সূর্যোদয়Ñ রাজু আলাউদ্দিন, অবসর
বাংলাদেশের সাহিত্যের ইতিহাসÑ শহীদ ইকবাল, আহমদ পাবলিশিং হাউজ
রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও নোবেলÑ আহমদ রফিক, অন্যপ্রকাশ
বাংলাদেশের অভ্যুদয়, আবুল মাল আবদুল মুহিত, সময় প্রকাশন
কড়ি থেকে টাকাÑ সিদ্দিক মাহমুদুর রহমান, সূচিপত্র
সাহিত্যে শিল্প প্রতিমাÑ মাহবুব সাদিক, অনুপম প্রকাশনী
শিল্পাচার্যের ছবি ব্রহ্মপুত্রের জলে বিসর্জন দেয়া হোকÑ বুলবুল ওসমান, বাংলাপ্রকাশ
কৌটিল্যের অর্থশাস্ত্রÑ মানিক মোহাম্মদ রাজ্জাক, নালন্দা
অনুকথা মন-দর্শন-জীবনÑ অপূর্ব চৌধুরী, আগামী
ছড়া কবিতায় ব্যাকরণÑ হাসান রাউফুন, অনন্যা
সম্ভাবনার বাংলাদেশÑ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, নন্দিতা প্রকাশ
নাগরিকদের জানা ভালÑ মুহম্মদ হাবিবুর রহমান, প্রথমা
ভয়ের সংস্কৃতি : বাংলাদেশে আতঙ্ক ও সন্ত্রাসÑ আলী রিয়াজ, প্রথমা
সংঘাতময় বাংলাদেশ : অতীত ও বর্তমানÑ বদরুল আলম খান, প্রথমা
উন্নয়ন ভাবনায় কর্মসংস্থান ও শ্রমবাজারÑ রিজয়ানুল ইসলাম, ইউপিএল
মুসলিম সাহিত্য সমাজ : সভার কার্যবিবরণীÑ আবুল আহসান চৌধুরী, পাঠক সমাবেশ
তুলনামূলক রাজনীতি : রাজনীতি বিশ্লেষণÑ ড. এমাজউদ্দিন আহমদ, বাঁধন প্রকাশ
রবীন্দ্রনাথ, কবি ও কাব্যÑ আবু ইসহাক ইভান, মুক্তধারা
জনসংখ্যা : কৃষিব্যবস্থা বিনিয়োগ ও উন্নয়নÑ আনু মুহম্মদ, বাঁধন প্রকাশন
চা শ্রমিকদের জীবন কথাÑ সৈয়দ মাসুদ রেজা, পলল
ক্যামনে কীÑ সাহস রতন, সাহস পাবলিকেশন্স
ভিক্টোরিয়া ওকাম্পোÑ অভিজিৎ রায়, অবসর
কারারুদ্ধ দিনগুলোÑ আহমেদ নূর, কমলাফুলি প্রকাশনী
শেখ ফজলুল করিম রচনাবলীÑ শামসুন্নাহার জামান, বাংলা একাডেমি
বর্ধমান বিস্ফোরণÑ সঙ্ঘমিত্রা সাহা, সময়
ঢাকাইয়া আসলিÑ আনিস আহমেদ, বাংলা একাডেমি
চিত্রশিল্পী ইমদাদ হোসেনÑ মামুন কায়সার, বাংলা একাডেমি
কথাশিল্পী নীলু দাসÑ আমিনুর রহমান সুলতান, বাংলা একাডেমি
আবদুল মান্নান সৈয়দÑ অনু হোসেন, বাংলা একাডেমি
বাংলার ফুটবল জাদুকরÑ দুলাল আহমেদ, বাংলা একাডেমি
ঐতিহ্যের ধামাইল গানÑ পার্থ তালুকদার, রোদেলা
দুই বাংলার যুক্তিবাদিদের চোখে ধর্মÑ প্রবীর ঘোষ, রোদেলা
দ্য অটো বায়োগ্রাফি মহাত্মা গান্ধীÑ অনু. মানবর্দ্ধন পাল, অক্ষর
আমার বাংলাদেশÑ একেএম শাহনেওয়াজ, চন্দ্রাবতী

শিশু/ কিশোর
নির্বাচিত কিশোর সাহিত্যÑ আল মাহমুদ, ঝিঙেফুল
শ্রেষ্ঠ রূপকথাÑ সম্পা. সামসুজ্জামান খান, তা¤্রলিপি
শাওন ও তার বন্ধুরাÑ ইমদাদুল হক মিলন, আলোঘর
পাজি বেড়ালের শাস্তিÑ আখতার হুসেন, চন্দ্রদ্বীপ
কিশোর মুসা রবিনÑ রকিব হাসান, আলোঘর
ছবির কবিÑ হাশেম খান, চন্দ্রাবতী
প্রফেসর শঙ্কু এবং ইটিÑ লুৎফর রহমান রিটন, আলোঘর
মেঘনার জন্য লেখাÑ ফরিদুর রেজা সাগর, চন্দ্রাবতী
দেশে দেশে ঘুড়িÑ ফারুক হোসেন, চন্দ্রাবতী
বন্ধু আমারÑ জাকির তালুকদার , চন্দ্রাবতী
গল্পগুলো পরীরÑ জিয়া রহমান, চন্দ্রাবতী
কাল্লু ও রেজাউলের সত্যজীবনÑ মশিউল আলম, আলোঘর
এ টেল অব ব্লাইন্ড প্রিন্সেসÑ নাইস নূর, ঝিঙেফুল
পরি নামে পাহাড়েÑ মাহফুজুর রহমান, চন্দ্রবতী
ফুল পাখিদের গল্পÑ বকুল আশরাফ, সাহস প্রকাশন
মা ও আমিÑ এলিসন রিচি, বাংলাপ্রকাশ
লালুবাহিনীর লাফিং গ্যাসÑ রণজিৎ সরকার, শব্দশৈলী
উপমার বাঘমামাÑ চন্দনকৃষ্ণ পাল, উৎসপ্রকাশ
গভীর বনে বিপদ, অরুণ চৌধুরী, অনন্যা
ছোটদের ৫ উপন্যাসÑ আলী ইমাম, অনন্যা
সূর্য ও শিউলিÑ আবুল মোমেন, চন্দ্রদীপ
নতুন পৃথিবীতে ৪টি সমুদ্র অভিযানÑ অনুবাদ : মঈন বিন নাসির, ঝিঙে ফুল

ভ্রমণ
চীনে আমরা পাঁচজনÑ সৈয়দ শামসুল হক, কথাপ্রকাশ
বাঙালের আমেরিকা দর্শনÑ হুমায়ুন কবির ঢালি, বাংলাপ্রকাশ
অস্ট্রেলিয়ার পথে পথে, প্রদীপ ঘোষ, মীরা প্রকাশ
স্টাচু অব দি লিবার্টিÑ বিমল গুহ, পলল
ভ্রমণ বিষয়কÑ মাসুম সায়ীদ, ঝিঙেফুল
হাজার বছরের ইস্তাম্বুলÑ জিকরুর রেজা খানম, আগামী

মুক্তিযুদ্ধ
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও একটি গোলটেবিল আলোচনাÑ শামসুজ্জামান খান, কথাপ্রকাশ
উপাখ্যান মুজিবÑ ইয়াহিয়া-ভুট্টো এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধÑ সাইদ হাসান দারা, সময়
মুক্তিযুদ্ধ আমার অহঙ্কারÑ কামাল লোহানী, গ্রন্থকানন
১৯৭১Ñ ইমদাদুল হক মিলন, অনন্যা
মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরাÑ ফকির আলমগীর
একাত্তরে রণাঙ্গনেÑ নিজামউদ্দিন লস্কর, অনন্যা
তাগড়াÑ কামরুল হাসান ভুইয়া, অনন্যা
১৯৭১ : যুদ্ধাহতের বয়ানÑ সালেক খোকন, ইত্যাদি
মুক্তিযুদ্ধের গল্পÑ দীপু মাহমুদ, ইত্যাদি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা

আরও পড়ুন