Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ধ্যার নদী

প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইদ্রিস আলী মেহেদী

শূন্যচোখে দেখেছি নদী- ছিল না তাতে পাল
অথৈ ছিল জল- ঢেউ ছিল না মাতাল।

নদী কি এমনি থাকে!  থাকে না ঢেউ!
এমন কথা যায়নি শোনা- বলেনি তো কেউ।

ঐ নদী ঐ জল -ঢেউ মেখে বইবে ঝরণা ধারা
ঐ রূপোলী ঢেউয়ের তালে মন হবে পাগলপারা।

শুভ্র ফেনার বুকচিরে বজরাতে লাল-নীল পাল
পেছনে শক্ত হাতে ধরবে মাঝি সীমাহীন পথে হাল।

কতোদিন দেখেনি পদ্মা-মেঘনার তীর!
কতোদিন দেখেনি দয়িত-দয়িতার ভিড়।

কাল সন্ধ্যায় সন্মুখে তবু ছিল কল্পনার এক নদী-
হয়নি তেমন কথা-  ছিল না তেমন পরিধি।

হয়তো হবে দেখা- কথাও হবে ত্বরা
কি কথা বলবো নদীর সাথে? আমি আনকোরা।

নদী কি তাহলে ভিজিয়ে দেবে আমার পোড়ামন-
নোঙর ফেলেছি তীরে ভাবছি অনুক্ষণ।

কোথায় নদী তুমি? দাও . . . সাড়া দাও!
তোমার কূলেই ভিড়ায়েছি আমার ছোট্ট নাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ধ্যার নদী

১২ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন