নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত সেপ্টেম্বর মাসেই আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ খেলোয়াড়ে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন নাসুম আহমেদ। সেপ্টেম্বরে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জেতানোর পেছনেও রেখেছিলেন বড় অবদান। আর তাতে প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে পড়ে ডাক। তবে খেলা হচ্ছিল না কম্বিনেশনের কারণে। গতকাল বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমেই অভিষেক রাঙালেন দুর্দান্ত এক উইকেটে। শারজার মন্থর উইকেটে স্পিনাররা কার্যকরী ভূমিকা রাখতে পারবেন, এই বিবেচনায় এদিন শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে নাসুমকে একাদশে নিল বাংলাদেশ। ডানহাতি পাথুম নিসাঙ্কার সঙ্গে শ্রীলঙ্কার ওপেনিংয়ে কুশাল পেরেরা। তবে ঠিকই বাঁহাতি এই স্পিনারকে দিয়ে বোলিং শুরু করালেন মাহমুদউল্লাহ। দলে এসে ছাপ রাখতে এতটুকুও সময় নিলেন না নাসুম। প্রথম ওভারেই ফিরিয়ে দিলেন বিপজ্জনক কুসল পেরেরাকে। নাসুম ওভারের চতুর্থ বলটি করেছিলেন অনেকটা ঝুলিয়ে, লেংথ ডেলিভারি। পিচ করে বলটি একটু স্কিড করে। অফ স্টাম্প থেকে সেটি সুইপ করার চেষ্টায় লাইন মিস করেন পেরেরা। বল ছোবল দেয় স্টাম্পে। ব্যাস, হয়ে গেল বিশ্বকাপ অভিষেকেই নাসুমের উইকেট!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।