বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার মিরপুরে চলন্ত ইজিবাইকের ওপর গাছ পড়ে মঞ্জু মন্ডল (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে মিরপুর পৌরসভার ভাঙ্গাবটতলা নামক স্থানে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মঞ্জু মন্ডল পৌরসভার তালতলা মহল্লার মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত ইজিবাইকে করে পাশ্ববর্তী নওদাপাড়া গ্রামে এক ব্যক্তির জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন মঞ্জু মন্ডল। সে রাস্তায়ই গাছ কাটছিলো কয়েকজন। ভাঙ্গাবটতলায় পৌঁছালে ইজিবাইকটির ওপর গাছ পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। এতে ইজিবাইকের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
এ বিষয়ে মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সবুজ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।