গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
গতকাল শনিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় আসবাবপত্রের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
এর আগে বারিধারা ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মো. শাহীন বলেছিলেন, ‘শনিবার রাত ১০টার দিকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে বারিধারা ফায়ার সার্ভিসের ২টি ও অন্যান্য এলাকারও আরও ৩টিসহ মোট ৫টি ইউনিট কাজ করে।’
তিনি আরও জানিয়েছিলেন, রাত ১০টা ১০ মিনিটের দিকে সাতারকুল জিএম বাড়ি এলাকায় ফার্নিচারের দোকানে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আমাদের ২টিসহ মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।