Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনেতা শামীম ভিস্তির ইন্তেকাল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২১, ৪:৩৬ পিএম

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা শামীম ভিস্তি আর নেই। ‘মস্তিষ্কের রক্তক্ষরণ’ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার মৃত্যু সংবাদটি অভিনয়শিল্পী সংঘের একাধিক সদস্যরা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, হঠাৎ বার বার বমি করায় এদিন রাত ১ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় শামীম ভিস্তিকে। কিন্তু অনেক চেষ্টা করেও চিকিৎসকরা তাকে ফেরাতে পারেনি। ভোররাত ৪ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেতা শামীম ভিস্তির গ্রামের বাড়ি মুন্সীঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে। তিনি টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সদস্য ছিলেন। টেলিভিশন ছাড়াও তিনি কাজ করেছেন মঞ্চ ও চলচ্চিত্রেও। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘ, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনের মানুষেরা।

এদিকে গতকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে মারা যান তিনি নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী । পর পর দুই অভিনেতাকে হারিয়ে শোকে কাতর সংস্কৃতি অঙ্গন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ