মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীন সম্প্রতি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। ঘণ্টায় ২১ হাজার মাইল বেগে চলতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র টার্গেটে আঘাত করার আগে পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ করেছে। অথচ এ বিষয়ে আগে থেকে কিছুই টের পায়নি সারা বিশ্ব দাপিয়ে বেড়ানো মার্কিন গোয়েন্দা সংস্থাও। এ পরীক্ষার মধ্য দিয়ে ওয়াশিংটনকে চরম উপহাস করেছে বেইজিং। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত আধিপত্যের ওপর নতুন এক আঘাত।
পাঁচটি অজ্ঞাত গোয়েন্দা সূত্র ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। তাতে বলা হয়েছে, গত আগস্টে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ‘লং মার্চ’ উৎক্ষেপণ করেছে চীন। তা কক্ষপথে বহন করে নিয়েছে হাইপারসনিক একটি যান। টার্গেটে আঘাত করার আগে তা সারা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করেছে। চীনের এ নতুন প্রযুক্তি যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টপকে যেতে পারে। এখানে প্রশ্ন হচ্ছে, চীন এত বিপুল ক্ষমতাসম্পন্ন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, তা যুক্তরাষ্ট্র কেন টেরই পায়নি! টের পেলে তারা তখনই কথা বলতো। আগস্টে চীন এ পরীক্ষা চালানোর পর সবেমাত্র সেই খবর প্রকাশ হয়েছে। এ খবরকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিস্ময়ের সঙ্গে নিয়েছে বলে জানিয়েছেন সূত্র। তারা বলেছেন, এতে চীনের হাইপারসনিক অস্ত্রের উন্নয়নে বিস্ময়কর অগ্রগতি অর্জিত হয়েছে, সেটাই ফুটিয়ে তোলে।
এদিকে যুক্তরাষ্ট্রের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে চীনের রাষ্ট্রীয় মিডিয়া গ্লোবাল টাইমস বলেছে, এ পরীক্ষার অর্থ হলো চীনের পারমাণবিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সদস্য যুক্ত হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের কৌশলগত মানসিকতায় নতুন এক আঘাত। এটা কয়েক মিনিটের মধ্যে মহাশূন্য থেকে পৃথিবীর যেকোনো স্থানে আঘাত করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আলাস্কায় অবস্থিত এবং উত্তর মেরুতে কোনো ক্ষেপণাস্ত্র গেলে তাকে গুলি করে ভূপাতিত করার সক্ষমতা আছে তাদের। কিন্তু যুক্তরাষ্ট্রের অরক্ষিত দক্ষিণ দিক দিয়ে আঘাত হানতে সক্ষম চীনের এ নতুন ক্ষেপণাস্ত্র। চীনের এ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিষয়টি জানাজানি হওয়ার পর বিশ্বজুড়ে মিডিয়ার বড় অংশ জুড়ে এ নিয়ে আলোচনা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হচ্ছে, যুক্তরাষ্টকে এক হাত দেখা নেয়ার মতো অবস্থায় আছে চীন এবং চীন যে এটা করবে তা অপরিহার্য। আগস্টে উৎক্ষেপণ করা ওই নতুন পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণান্ত্রের গতি ঘণ্টায় ২১ হাজার মাইল। মহাশূন্য থেকে কয়েক মিনিটের মধ্যে কোনো লক্ষ্যে আঘাত করার আগে পৃথিবীকে এর নিম্ন কক্ষপথ দিয়ে অতিক্রম করতে পারে এ ক্ষেপণাস্ত্র।
ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্টে বলা হয়েছে, চীনের এ পরীক্ষাকে তাদের হাইপারসনিক অস্ত্রে বিস্ময়কর অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এ খবরে সচেতন যুক্তরাষ্ট্রও। কারণ, নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ মোট আটটি দেশ। গত মাসে উত্তর কোরিয়া বলেছে, তারা নতুনভাবে তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সালের প্যারেডের সময় চীন তার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করেছে। এর মধ্যে ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা ডিএফ-১৭ নামে পরিচিত। এসব ক্ষেপণাস্ত্র আলোর গতির পাঁচ গুণেরও বেশি গতিতে টার্গেটে হামলা করে। চীন ও তাইওয়ানের মধ্যে ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে এশিয়ায়ও অস্ত্রের প্রতিযোগিতা বাড়ছে। তার মধ্যে চীনের সর্বশেষ এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এক ভয়াবহতার জন্ম দিয়েছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার এক মতামত কলামে বলা হয়েছে যে, চীন এখন অপ্রতিরোধ্য। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তির ব্যবধান কমিয়ে আনছে। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।