Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব সেরা গবেষকদের তালিকায় পবিপ্রবি’র ২৩ শিক্ষক

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২১, ৭:২২ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের ২৩ জন শিক্ষক অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে বিশ্ব সেরা গবেষকদের তালিকায় স্থান করে নিয়েছেন। এ তালিকায় বাংলাদেশের ৭৯১ জন গবেষকের নাম রয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১২ ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের সাত লক্ষ আট হাজার পাঁচশত একষট্টি জন গবেষকের নাম রয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান, এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. আবদুল কাইউম, ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক, ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ ফেরদৌস আহমেদ, এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, জেনেটিক্স অ্যান্ড প্লান্ট প্যাথলজি বিভাগের প্রফেসর ড. শাহ আশরাফুল ইসলাম, অ্যানিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, মেডিকেল সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স বিভাগের প্রফেসর ডাঃ দিব্যেন্দু বিশ্বাস, ফিজিওলজি ও অ্যান্ড ফার্মাকলোজি বিভাগের প্রফেসর ডাঃ মিল্টন তালুকদার, ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সাজেদুল হক, এগ্রিকালচারাল বোটানি বিভাগের প্রফেসর ড. মোঃ মায়নুল হাসান, অ্যাগ্রোনমি বিভাগের প্রফেসর ড. মোঃ শামীম মিয়া, মাইক্রোবায়োলজি এ্যন্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডাঃ ফারজানা ইসলাম রুমি, ফিজিওলোজি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ডাঃ মোঃ আহসানুর রেজা, অ্যাকুয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রাজ্জাক, ইকোনমিক্স অ্যান্ড সোসিওলোজি বিভাগের প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর কবির সরকার, ইলেকট্রিকাল অ্যান্ড ইলিকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এসএম তাওহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. মোঃ এনামুল হক কায়েশ, মেডিসিন সার্জারি অ্যান্ড অবসেটেট্রিক্স বিভাগের প্রফেসর ডাঃ মোঃ সেলিম আহমেদ, অ্যান্টোমলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান-এর নাম এসছে এ তালিকায়। তালিকায় বাংলাদেশের ২৪তম ও পবিপ্রবির তালিকার শীর্ষে রয়েছেন ড.সাইফুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ