মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯০ জন। স্থানীয় এক চিকিৎসকের বরাত দিয়ে বিবিসি হতাহতের এ সংখ্যা প্রকাশ করেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে টলো নিউজের খবরে বলা হয়েছে, মসজিদটি শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে বহু হতাহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি কান্দাহারের ইমান বারগাহ মসজিদে ঘটেছে। এতে বহু মুসল্লির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনার দায় নেয়নি কোনো গোষ্ঠী। এ ঘটনার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস-কে জড়িত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা বার্তাসংস্থা এএফপি ও রয়টার্সকে জানান, মসজিদের ওজুখানায় কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। মসজিদটি তখন মুসুল্লিদের দ্বারা পূর্ণ ছিল। বিস্ফোরণের পর কমপক্ষে ১৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে দেখা গেছে। আহতদের পার্শ্ববর্তী মারওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে।
গত শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। এতে ৫০ জনের বেশি মুসল্লির মৃত্যু হয়। সব মিলিয়ে হতাহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জঙ্গিগোষ্ঠী আইএস’র স্থানীয় শাখা আইএস-কে এ হামলার দায় শিকার করেছে। সূত্র : বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।