Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরিষাবাড়ীতে জানালার গ্রিল কেটে লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুট

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৭:১৪ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে জানালার গ্রিল কেটে শিক্ষক দম্পতির বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। পরিবারের সবাইকে চেতনানাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে অজ্ঞাত ডাকাতরা। সোমবার (১১ অক্টোবর) দিনগত গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার আর ইউ টি উচ্চ বিদ্যালয় রোডের হাজিবাড়ি এলাকার জিয়াউল হক জিয়ার বাসায় এ ঘটনা ঘটে এ রিপোর্ট লেখা পর্যন্ত জিয়াউল হক অজ্ঞান এবং পরিবারের অন্য তিন সদস্য অসুস্থ ছিলেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার জামিরা গ্রামের সোহরাব মন্ডলের ছেলে জিয়াউল হক জিয়া (৪৩) আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং তার স্ত্রী মিতালী খাতুন (৩২) বগারপাড় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আরামনগর (হাজিবাড়ি) এলাকার আর ইউ টি উচ্চ বিদ্যালয় রোডে অবস্থিত তাদের বাসভবনের জানালার গ্রিল কেটে সোমবার গভীর রাতে অজ্ঞাত ডাকাত ঘরে ঢুকে। পরে বাসার আলমারি ও ড্রয়ার তছনছ করে নগদ লক্ষাধিক টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। শিক্ষিকা স্ত্রী মিতালী খাতুন জানান, সোমবার রাতে রান্নাঘরে ভাত রান্নার সময় বাসভবনের গলি দিয়ে অজ্ঞাত এক ছেলেকে যেতে দেখি। সম্ভবতঃ ওই লোকটি ভাতের পাতিলে চেতনানাশক ওষুধ স্প্রে করে গেছে। খাবার খেয়ে রাত ১২টার দিকে দুই সন্তান সহ স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ি। পরদিন দুপুরে দেখি আমরা পরিবারের চারজনই হাসপাতালে ভর্তি। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম বলেন, চেতনা নাশক কোনো ওষুধের মাধ্যমে তাদের অজ্ঞান করা হয়েছে। তারা এখনো অসুস্থ, পুরোপুরি চেতনা ফিরতে আরো সময় লাগবে। সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত ) আব্দুল মজিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই পরিবারে সদস্যরা সুস্থ হলে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ