Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজর (অব:) সিনহা হত্যা মামলার পঞ্চম দফায় সাক্ষ্য গ্রহণ শেষ

এপর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৪:২৭ পিএম

দেশজুড়ে আলোচিত চাঞ্চল্যকর মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার পঞ্চম দফায় সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জপরা শেষ হয়েছে।

আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর ষষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হবে।

রোববার, সোমবার ও মঙ্গলবার যথাক্রমে ১০, ১১ ও ১২ অক্টোবর পর পর ৩ দিন মামলার ১৫ জন সাক্ষীর জবানবন্দী গ্রহণ ও আসামীদের পক্ষে জেরা শেষে বিজ্ঞ বিচারক ষষ্ঠ দফা সাক্ষ্য নেওয়ার জন্য এই দিন ধার্য্য করেন।

এদিকে, গত তিনদিন এ মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার ১২ অক্টোবর যাঁরা সাক্ষ্য দিয়েছেন তাঁরা হলেন-রামু সেনানিবাসের ১০, এমপি ইউনিটের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, র‍্যাব-১৫ এর এএসআই নজরুল ইসলাম, এসআই সোহেল সিকদার, পুলিশের কনস্টেবল শুভ পাল। এই মামলায় ৮১ জন সাক্ষীর এ পর্যন্ত মোট ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেজর সিনহা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ