Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজর (অব.) সিনহা হত্যা মামলার তৃতীয় দিনে সাক্ষ্য গ্রহণ

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৪:৩৯ পিএম

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দিন অর্থাৎ শেষ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ

মোহাম্মদ ইসমাঈলের আদালতে এই সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে আজ মামলার অন্যতম সাক্ষী ও ঘটনার প্রত্যক্ষদর্শী শাহেদুল ইসলাম সিফাতকে জেরা করবে আসামীপক্ষের আইনজীবীরা।

এর আগে প্রথম দিন ও দ্বিতীয় দিনে মামলার বাদি নিহত সিনহার বড়বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষী নেয়া হয় । মঙ্গলবার বিকাল পর্যন্ত তার জেরা চলে। এরপর সন্ধ্যায় মামলার অপর গুরুত্বপূর্ণ সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষী গ্রহণ শুরু হয়। সাক্ষী গ্রহণ শেষে তাকে আংশিক জেরা করেন আসামী পক্ষের আইনজীবীরা। এরপর আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করা হয়।

এসময় ওসি প্রদীপ ও লিয়াকতসহ মামলার ১৫জন আসামী কাঠগড়ায় ছিলেন। আজ বুধবার সাক্ষ্য গ্রহণের শেষ দিন। পর্যায়ক্রমে সব সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার—টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টের গাড়ি তল্লাশি কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। গত বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব—১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেজর সিনহা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ