Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেজর (অব.) সিনহা হত্যা মামলা অবৈধ দাবী করে আসামী পক্ষের রিভিশন আবেদন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ৬:০৮ পিএম

সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবী করে রিভিশন আবেদন করেছেন আসামী পক্ষের আইনজীবী।

রোববার (৪ অক্টোবর) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন এডভোকেট মাসুদ সালাহ উদ্দিন।

তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়ায় আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছেনা। ফলে সিনহা হত্যার কান্ডের বিচার সুষ্ঠু ও ন্যায় বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ আছে।

তিনি আবেদনে বলেছেন, বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে ২০৫ ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন। সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামী পক্ষের এই রিভিশন আবেদনের শুনানি আগামী ২০ অক্টোবর ধার্য্য করেছেন আদালত।

উল্লেখ্য গত ৩১ জুলাই টেকনাফের বাহারছরা মেরিন ড্রাইভে পুলিশ চেকপয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেজর সিনহা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ