Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢামেকে যুবককে ৪ ঘণ্টা বেঁধে রাখার অভিযোগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ১২:০১ এএম

মোবাইল চুরির সন্দেহে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পিন্টু নামে এক যুবককে গাছের সঙ্গে চার ঘণ্টা বেঁধে রাখার অভিযোগ উঠেছে হাসপাতালের আনসার সদস্যদের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

ঢামেক হাসপাতালের আনসার সদস্যদের প্রধান প্লাটুন কমান্ডার শাহ আলম সাংবাদিকদের জানান, হাসপাতালের ২০০ নম্বর ওয়ার্ডে এক রোগীর মোবাইল চুরি করে নিয়ে যাওয়ার সময় সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা চোর সন্দেহে পিন্টুকে ধরে ফেলেন। তারপরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লক পরিচালক স্যারের রুমের পাশের বাগানে নিয়ে যাওয়া হয়।

মোবাইল চুরির সন্দেহে ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে তিনি জানান, আমি বাঁধি নাই। আমার আগের যারা ডিউটিতে ছিলেন, তারা বেঁধেছেন। তবে চোরকে একটু শাস্তি তো দিতে হয়। এছাড়াও এর আগে কয়েকবার মোবাইল চুরির অপরাধে তাকে ধরা হয়েছিল। এদিকে মোবাইল চুরির অপরাধে আটক পিন্টু জানান, সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টানা চার ঘণ্টা তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তবে মোবাইল চুরি করেছেন কিনা? এ প্রশ্নের জবাবে তিনি মাথা নিচু করে রাখেন।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি ফারুক হোসেন জানান, সন্দেহজনক কোনো ব্যক্তিকে আটক করার সঙ্গে সঙ্গে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করতে হবে। থানা পুলিশ বিস্তারিত তদন্ত করে দেখবে। ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, হাসপাতালে একটি ওয়ার্ডের লোকজন মোবাইল চুরি সন্দেহ হাতে নাতে তাকে ধরেছেন। রোগীর স্বজন আটক ব্যক্তির বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করবেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গাছের সঙ্গে তাকে বেঁধে রাখার বিষয়টি দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢামেক

১১ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ