পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক (অর্থ স্টোর) ডা. খালেকুজ্জামানকে (৫৬) মারধর করা হয়েছে। আহত অবস্থায় খালেকুজ্জামানকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বড় মগবাজার ওয়ারলেস গেটের বাসার পঞ্চম তলায় নিজের ফ্ল্যাটে ঘটনাটি ঘটে।
আহত খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, অ্যাপার্টমেন্টের বেজমেন্টে আমার প্রাইভেটকার রাখি। শুক্রবার দুপুরে ছয়তলার ফ্ল্যাটমালিক আশিক (৫০) বাসায় এসে আমার প্রাইভেটকার সরাতে বলেন। আমি প্রাইভেটকার সরাতে অস্বীকার করি। এ সময় বাকবিত-ার একপর্যায়ে বাসার চেয়ার দিয়ে আমাকে পিটিয়ে আহত করেন তিনি।
খালেকুজ্জামানের শ্যালক ডা. বখতিয়ার আহমেদ বলেন, খবর পেয়ে মগবাজারের বাসায় গিয়ে আহত অবস্থায় দেখতে পাই খালেকুজ্জামানকে। বাসা থেকে হাতিরঝিল থানায় অভিযোগ দিয়ে হাসপাতালে আসি। শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।