Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্দি ভারতীয় নাগরিক তারক মুখার্জির ঢামেক হাসপাতালে মৃত্যু

প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তারক মুখার্জি (৫৫) নামে এক ভারতীয় বন্দি মারা গেছেন। মৃত তারক পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার গাইডঘাটা থানার গরজালা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম গিরুবাম মুখার্জি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক বিক্রির অভিযোগে কয়েক মাস আগে গ্রেফতার হন তারক মুখার্জি। এর পর থেকে তিনি খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি হঠাৎ সেখানে অসুস্থ হয়ে পড়েন। গত ৬ নভেম্বর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার ভোর ৫টায় তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্দি ভারতীয় নাগরিক তারক মুখার্জির ঢামেক হাসপাতালে মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ