মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদে নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে শতাধিক মানুষ হতাাহত হয়েছেন। তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জবিউল্লাহ মুজাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে।
তিনি গতকাল টুইট করেছেন, ‘আজ বিকেলে রাজধানী কুন্দুজের খানাবাদ বন্দর এলাকায় আমাদের শিয়া নাগরিকদের একটি মসজিদকে লক্ষ্য করে একটি বিস্ফোরণ ঘটে এবং আমাদের বেশ কয়েকজন দেশবাসীকে শহীদ ও আহত করে’।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সাংস্কৃতিক কমিশনের উপ-প্রধান আহমদুল্লাহ ওয়াসিক বলেন, হামলাটি একটি শিয়া মসজিদে ঘটেছে। অনেক মানুষ নিহত ও আহত হয়েছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সরকারি সূত্রে হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় ৩০০ জনেরও বেশি লোক জুমার নামাজে উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই হামলায় এক শতাধিক মুসল্লি নিহত ও আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সূত্র : টোলো নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।