বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে কামরুজ্জামান (১৮) নামে এক যুবক ছুরিকাহত হয়েছে। সেই সাথে তার কাছ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হচ্ছে মানিক নামে আরেক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (০৭ অক্টোবর) সদর উপজেলার রূপদিয়া বাজারের পাশে জিরাট এলাকায় এই ঘটনাটি ঘটে।
আহত কামরুজ্জামান জিরাট গ্রামের রুহুল আমিনের ছেলে আর মানিক একই এলাকার মতলেব হোসেনের ছেলে।
কামরুজ্জামান অভিযোগ করে বলে, ‘বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে যশোর শহরে আসছিলাম। জিরাট গ্রামের পাকা রাস্তার ওপর মানিক আমার কপাল ও কানে ছুরি মেরে পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার আহম্মেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার তন্ময় বিশ্বাসের উদ্ধৃতি দিয়ে বলেন, কামরুজ্জামান এখন শঙ্কামুক্ত।
জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘কামরুজ্জামানদের সাথে মানিকদের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে শুনছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।