Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইকারীর হাতে এক যুবক ছুরিকাহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ৫:১১ এএম

কক্সবাজার শহরের কলাতলীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছে। ওই যুবকের নাম শহীদুল ইসলাম নিহাদ বলে জানা গেছে।

এক পর্যটক দম্পতিকে ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে শহিদুল ইসলাম নিহাদ (১৮) ছুরিকাহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তিনি কক্সবাজার শহরের বাহারছড়ায় এলাকার মৃত হানিফের ছেলে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শহরের হোটেল লেগুনা বীচ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় জড়িত সন্দেহে কফিল উদ্দিন (২২) ও আজিজুল করিম (২০) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রায়হান ও বাহাদুর নামে দুই ব্যক্তি জানিয়েছেন, ৮ জনের সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল এক পর্যটক দম্পতিকে জিম্মি করে তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এসময় পর্যটক দম্পতিকে রক্ষা করতে গিয়ে শহিদুল ইসলাম নিহাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সংঘবদ্ধ ছিনতাইকারী দল। এতেই তার বুক ও পেটে মারাত্মক জখম প্রাপ্ত হন। ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় জনতা কফিল উদ্দিন ও আজিজুল করিম নামের দুই ছিনতাইকারীকে আটক করলেও পালিয়ে যায় আরো ছয়জন।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার এসআই আতিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
জনতার হাতে

আটককফিল উদ্দিন ও আজিজুল করিমকে থানায় নিয়ে যায় পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছুরিকাঘাতে আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ