Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন করবেন লেনি রোবরেডো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৫ এএম

ভাইস প্রেসিডেন্ট লেনি রোবরেডো ২০২২ সালে ফিলিপাইনে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন করবেন। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন। ৫৬ বছর বয়সী একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী তিনি। দেশের রাজনীতিতে তিনি বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে মাদকের বিরুদ্ধে রক্তাক্ত যে যুদ্ধ শুরু করেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে, তার কড়া সমালোচক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আজ ১৫ মিনিটের লাইভ স¤প্রচারে আসেন। এতে রোবরেডো বলেন, এই নির্বাচনে আমি শুধু আমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করবো এমন নয়। একই সাথে ক্ষমতার শেষ দিনগুলোতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ফিলিপাইনের জন্য লড়াই করে যাবো। উল্লেখ্য, দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের বাইরে আলাদাভাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। প্রেসিডেন্ট দুতের্তের সাথে বিভিন্ন ইস্যুতে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছেন রেবরেডো। আগামী মে মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন। কিন্তু তাতে প্রতিদ্বন্দ্বদ্তা করতে পারবেন না বর্তমান প্রেসিডেন্ট দুতের্তে। কারণ, আইন অনুযায়ী তার ক্ষমতার মেয়াদ শেষ। তবে প্রেসিডেন্ট পদে না হলেও ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বদ্দ্ববিতা করতে পারেন দুতের্তে। আবার শনিবার তিনিই ঘোষণা দিয়েছেন রাজনীতি থেকে অবসর নেবেন। রোবরেডো তিন সন্তানের জননী। আজ বৃহস্পতিবার দিনশেষে তার প্রার্থিতার আবেদন জমা দিতে পারেন। যদি তিনি আজ নিবন্ধিত হন, তাহলে প্রেসিডেন্ট পদে সরকারি হিসেবে প্রার্থীর সংখ্যা হবে ৫ জন। আর যদি নির্বাচনে বিজয়ী হন তাহলে তিনি হবেন ফিলিপাইনে তৃতীয় নারী প্রেসিডেন্ট। তার আগে ১৯৮৬ সালে প্রেসিডেন্ট হয়েছিলেন কোরাজন আকুইনো, ২০০১ সালে প্রেসিডেন্ট হয়েছিলেন গেন্ডারিয়া ম্যাকাপাগাল অরোয়ো। প্রেসিডেন্ট দুর্তেতের অধীনে রোবরেডো গৃহায়ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধকে তিনি কান্জ্ঞাডনহীন হত্যাকান্ড হিসেবে অভিহিত করেছেন। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ