Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একের পর এক সিনেমায় কাজ করছেন কেয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

প্রবল সম্ভবনা নিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন চিত্রনায়িকা কেয়া। ২০০১ সালে কঠিন বাস্তব সিনেমার মাধ্যমে তার আগমনে নির্মাতারা আশাবাদী হয়ে উঠেছিলেন যে, চলচ্চিত্রে এক নতুন প্রতিভাবান নায়িকার আবির্ভাব ঘটতে যাচ্ছে। নির্মাতারা তাকে নিয়ে একের পর এক সিনেমাও নির্মাণ করছিলেন। তাবে তার পারিবারিক নানা কারণে তিনি সিনেমায় সময় দিতে পারেননি। ফলে তার ক্যারিয়ারে দীর্ঘ বিরতী পরে। পরবর্তীতে ২০১৫ সালে ব্ল্যাক মানি সিনেমার মাধ্যমে আবার চলচ্চিত্রে ফেরেন। এরপর থেকে নিয়মিতই কাজ করছেন। ইতোমধ্যে পাঁচটি সিনেমার কাজ শেষ করেছেন কেয়া। সম্প্রতি শেষ করেছেন ইয়েস ম্যাডাম নামে একটি চলচ্চিত্রের কাজ। রকিবুল আলম রকিব পরিচালিত এ চলচ্চিত্রে তার বিপরীতে রয়েছেন শিপন মিত্র। এর বাইরে সীমানা, বনলতা নামে দুটি সিনেমার শুটিংও শেষ করেছেন। শেষ করেছেন মোনাফেক নামে একটি ওয়েব ফিল্মের কাজ। স¤প্রতি কথা দিলাম সিনেমার শেষ অংশের শুটিংয়ে অংশ নিয়েছেন। কেয়া বলেন, আমার পারিবারিক নানা কারণে সিনেমায় বেশ গ্যাপ পড়েছে। এখন সেসব সামলে নতুন করে কাজ করছি। নির্মাতাদের কাছ থেকে বেশ সাড়াও পাচ্ছি। চলমান কাজের পাশাপাশি আরও বেশ কয়েকটি সিনেমা প্রস্তাব হতে রয়েছে। সেগুলোর কাজ শিঘ্রই শুরু হবে। তিনি বলেন, ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই। যে চরিত্রে চ্যালেঞ্জ রয়েছে তেমন চরিত্রই করতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেয়া


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ