Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কুয়াকাটা পৌরসভার মহিলা কাউন্সিলর উপনির্বাচনে রেহেনা বেগম নির্বাচিত

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২১, ৬:২৮ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের উপনির্বাচনে জবা ফুল মার্কা নিয়ে ৭০১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন রেহেনা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্ধী অটোরিক্সা মার্কা নিয়ে হাফিজা বেগম পেয়েছেন ৫৪০ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবদুর রশিদ।
বৃহস্পতিবার সকাল ৮ টায় শুরু হয় কুয়াকাটা পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের ভোট গ্রহন। বিরতিহীনভাবে কোন অপৃতীকর ঘটনা ছাড়া একটানা চলে বিকাল ৪ টা পর্যন্ত। এ পৌরসভার ৩ টি ভোট কেন্দ্রে ২ হাজার ৬ শ‘ ৯৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮শ‘ ০৯ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেন।
গত ২৯ জুন সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনেয়ারা বেগম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ জানান, অবাধ, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ