বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে করেনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটলেও মৃত্যুর মিছিল এখনো থেমে নেই। চলতি মাসের প্রথম ৭ দিনে দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ৯৮ জনের দেহে করেনা শনাক্ত হলেও মৃত্যু হয়েছে দুজনের। তবে বরগুনার তালতলীতে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত চীনা প্রকৌশলী ও শ্রমিক-কর্মচারীদের মধ্যে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বুধবার সেখানে ২৭ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হবার পরে বৃহস্পতিবার কর্মরত সব কর্মীদের নমুনা পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে সেখানে একটি ১০ শয্যার আইসোলেশন মেডিকেল ক্যাম্প তৈরী করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে অক্সিজেন সহ চিকিৎসক এবং চিকিৎসা সেবা সামগ্রীও পাঠান হয়েছে বলে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন। তালতলী উপজেলায় এখনো কোন হেলথ কমপ্লেক্স সহ সরকারী-বেসরকারী স্বাস্থ্য সেবার কোন সুযোগ সৃষ্টি হয়নি।
গত এক সপ্তাহে নতুন ৯৮ জন সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট ৪৫ হাজার ৬৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হল। গত ৪ ও ৫ অক্টোবর যথাক্রমে বরিশাল সদর ও পটুয়াখালী সদরের দুজন বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলে মোট মৃতের সংখ্যা ৬৭৯ জনে উন্নীত হল।
এখনো মহানগরী সহ বরিশাল জেলাই সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বরিশালে ৭৭ হাজার ৬৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্তের সংখ্যা ছিল ১৮ হাজার ২৫৬। যারমধ্যে মহানগরীতেই আক্রান্ত ১০ হাজার ৪২৪। আর মৃত্যুর তালিকায় মহানগরীতে ১০১ জন সহ এ জেলায় মোট মারা গেছেন ২৩০ জন।
পটুয়াখালীতে এপর্যন্ত ৩৯ হাজারর ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ১৯৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হারের এ জেলাটিতে মোট মারা গেছেন ১০৯ জন। গড় মৃত্যুহার ১.৭৬%। এ অঞ্চলের সর্বোচ্চ সংক্রমণ হারের ঝালকাঠীতে ১৮ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৬০৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের গড় হার ২৪.৮২%। সবচেয়ে ছোট এ জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের।
সর্বাধিক মৃত্যু হারের বরগুনায় ৩ হাজার ৮৯৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের মধ্যে মারা গেছেন ৯৭ জন। গড় মৃত্যুহার ২.৪৯%। জেলাটিতে নতুন করে বিদেশী স্থাপনায় করোনা সংক্রমণ ছড়িয়ে পরায় স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনের দুশ্চিন্তাও ক্রমশ বাড়ছে।
ভোলাতেও এ পর্যন্ত ৩৩ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮২৯ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ৯১ জন। দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের পিরোজপুরে এ পর্যন্ত ৫ হাজার ২৭৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হলেও মারা গেছেন ৮৩ জন। জেলাটিতে সংক্রমণের গড়হার ২৩.৭২%।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।