Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সিরাজগঞ্জের মেরী বেগমকে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০২১, ৭:৩৮ পিএম

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী রোমানা মাহমুদের নির্বাচনী প্রচারণাকালে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয়দের হামলায় বিএনপি কর্মী মেরী বেগম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। আবার করোনাকালে তার স্বামী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। বুধবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে মেরী বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স মেরী বেগমের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এসময় বিএনপি’র সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ উপস্থিত ছিলেন। এর আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের পক্ষ থেকে মেরী বেগমের চিকিৎসার ব্যবস্থাসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।



 

Show all comments
  • Kamal ৬ অক্টোবর, ২০২১, ৮:৪২ পিএম says : 0
    ৫০০০০টাকায় সাময়িক সমাধান।সরকারের কিছু করা উচিত,কারন সরকার জনগনের জন্য।একটি দল৫১% ভোট পেয়ে১০০%জনগনের সরকার হয়ে যায়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্থিক সহায়তা

২২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ