রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
পঞ্চগড়ের আটোয়ারীতে রসেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নিহত ১ ও আহত ৩০ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন। গত বুধবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে নিহত ১ জন শিক্ষার্থীর পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও ৩০ জন গুরুতর আহত শিক্ষার্থীকে ১ হাজার করে নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা এই আহত শিক্ষার্থীদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী রসেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ ৯০ জন শিক্ষার্থীর নিকট জনপ্রতি ৩শ টাকা করে পিকনিকে যাওয়ার কথা বলে চাঁদা নেয়। বিদ্যালয়টির শিক্ষার্থীরা সহ পিকনিকের সাথে সংশ্লিষ্টরা ৪২ সিটের ১টি মিনিবাসে ৯০ জনকে নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বার্ষিক পিকনিকে যাওয়ার যাত্রা শুরু করে এবং পথিমধ্যে রসূলপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে নিচে উল্টে পড়ে গেলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সজীব কুমার সিংহ ঘটনা স্থলেই মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।