মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আর্থিক অভাবের কারণে স্ত্রীর মৃতদেহ নিয়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেয়া ডানা মাঝিকে ৮ লাখ ৮৭ হাজার রুপির আর্থিক সহায়তা দিয়েছেন বাহরাইনের বাদশা। বৃহস্পতিবার মাঝি এই চেক গ্রহণ করেন। চেকটি পাওয়ার পর মাঝি বলেন, একজন পিতা হিসেবে আমি এখন দুঃশ্চিন্তামুক্ত। ওরিয়া ভাষায় তিনি বলেন, তার মেয়েরা এখন বিনা খরচে পড়াশোনা করতে পারবে। দিল্লিতে এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই চেক হস্তান্তর করা হয়। মাঝি আরও জানান, তার বড়ই ইচ্ছা, একটি মেয়েকে তিনি চিকিৎসক বানাবেন, যাতে সে গ্রামবাসীর সেবা করতে পারে। আমি আরও খুশি হব যদি আমার অন্য মেয়েরা পুলিশ বাহিনী অথবা সরকারি কোনো উচ্চ পদে কাজ করে। স্ত্রীর মৃতদেহ কাঁধে বহন করে নিয়ে যাওয়ার ওই ঘটনা দেশব্যাপী মানুষের মনে সমবেদনা জাগিয়েছিল। ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।